বর্তমান সরকারের একুশ শতকের বাংলাদেশ হবে একটি দারিদ্র্য দূরীকরণসহ শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের সুনিশ্চিত ব্যবস্থা ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৮ ডিসেম্বর, ২০১৪, ০৬:১৩:১০ সন্ধ্যা

জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা আওয়ামী লীগের ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার। সেই অঙ্গীকারকে সামনে রেখে গড়ে তোলার প্রয়াস চলছে ডিজিটাল বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে এই মহাযজ্ঞে নেতৃত্ব দিচ্ছেন। তথ্যপ্রযুক্তির ব্যবহার, শিক্ষা এবং বাণিজ্যিক উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নিম্ন মাধ্যমিক থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা এবং বিনামূল্যে শিক্ষা উপকরণ হিসেবে তা সরবরাহ করা হয়েছে। এছাড়া পাঠ্যপুস্তকে শিক্ষামূলক মাল্টিমিডিয়া সফটওয়্যার রূপান্তর করা হবে এবং সকল স্তরে শিক্ষা পদ্ধতিকে ডিজিটাল করা হবে। দেশের অভ্যন্তরে তথ্যপ্রযুক্তি ব্যবহার সর্বক্ষেত্রে (প্রশাসনিক কর্মকাণ্ডে, ব্যাংকিং, গণযোগাযোগ, চিকিৎসা ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও গণমাধ্যম ইত্যাদি) পরিব্যপ্ত করে এবং সফটওয়্যারের রপ্তানি শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। কালিয়াকৈরে হাইটেক পার্ক প্রতিষ্ঠা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইসিটি ইনকুবেটর এবং কম্পিউটার ভিলেজ স্থাপন করা হবে। দুর্নীতি দমনের সর্বোত্তম পদক্ষেপ হলো সরকারী দপ্তরের কর্মকান্ড কম্পিউটারায়ন এবং সেই রেকর্ড সর্বসাধারণ্যে উন্মুক্তকরণ। পুলিশ থানার কার্যাবলী, আদালতের কার্যাবলী, ভূমি রেকর্ড ও ভূমি হস্তান্তরের বিবরণ, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ও বাজেট, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের তথ্য ও বাজেট এবং সর্বোপরি সম্পূর্ণ টেন্ডার প্রক্রিয়াকে পুরোপুরি কম্পিউটারভুক্ত করে সেই তথ্য উন্মুক্ত করে দেওয়া হবে। ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা যে দিন দলের ইশতেহার ঘোষণা করেন সেটি হলো আমাদের স্বাধীনতাউত্তর বাংলাদেশের সার্বিক অগ্রগতির দলিল। এর আগে আর কেউ একটি সরকার গঠনের আগে সেই সরকারের লক্ষ্য স্থির করেনি। একটি দরিদ্র দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটুকু রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রীয় সুযোগ পৌঁছানোর উদ্যোগ নিয়েছিলেন সেইসব শুধুমাত্র বেসরকারী খাতের ব্যবসার বিষয়ে পরিণত হয়। শেখ হাসিনা তাকে অন্তত লাগাম টেনে ধরার চেষ্টা করেছেন।

বিষয়: বিবিধ

৭৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297720
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০৮
হতভাগা লিখেছেন : দশে ৯.৫

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File