বিচারের দীর্ঘসূত্রিতা লাঘব এবং জনগণকে দ্রুত সেবা পৌঁছে দিতে বিচার ব্যবস্থাকে আধুনিকায়নের সিদ্ধান্ত সরকারের

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৩ ডিসেম্বর, ২০১৪, ০৪:১০:০০ বিকাল

সুপ্রিম কোর্ট ও দেশের ২শ’টি অধস্তন কোর্টের কার্যক্রম ও মামলার তথ্যাদি ডিজিটাল ব্যবস্থাপনায় আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে বিচারপ্রার্থী, আইনজীবীসহ সংশ্লিষ্টদের দ্রুত সেবা প্রদান কার্যক্রম চালু করেছে বর্তমান সরকার। সুপ্রিম কোর্টে সার্ভারসহ পূর্ণাঙ্গ ওয়েবসাইট স্থাপন করা হয়েছে। বিচার ব্যবস্থাকে আধুনিকায়ন এবং বিচারের দীর্ঘসূত্রিতা লাঘবে সহায়ক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। আদালতসমুহে মামলার তথ্যাদি ডিজিটাল পদ্ধতিতে প্রর্দশনের ব্যবস্থা করায় মামলা সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ এখন অনেক সহজতর হয়েছে। ফলে অনেক সাশ্রয় হচ্ছে সময় ও অর্থের। তাছাড়া মামলা সম্পর্কিত তথ্য জানাতে এসএমএস সার্ভিস চালু করা হয়েছে। এছাড়াও বিভিন্ন তথ্য সরবরাহ ও সেবা প্রদানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটকে সমৃদ্ধ করা হয়েছে। ওয়েবসাইটে মামলার সর্বশেষ তথ্য সরবরাহ করা হয়। প্রতিদিনকার কার্যতালিকা, মামলার বেসিক তথ্য, মামলার সংক্ষিপ্ত বিবরণ এবং রায় ও আদেশ প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। ওয়েবসাইট সার্চ করলেই এসব তথ্য পাওয়া যায়। এছাড়াও সুপ্রিম কোর্টের ইতিহাস, বিভিন্ন তথ্য, সংবিধান, রুলস, কোর্ট ক্যালেন্ডার, বিভিন্ন আইন ও নজিরসহ সর্বোচ্চ আদালতে টেন্ডার, রিক্রুটমেন্ট, গেজেট, নোটিশ ইত্যাদি বিষয় ওয়েবসাইটে সরবরাহ করা হচ্ছে। মামলা সম্পর্কিত তথ্য সরবরাহে ৫টি ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে। প্রধান বিচারপতির কার্যালয়, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন, এটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিমকোর্টের এনেক্স ভবনে স্থাপিত এসব ডিজিটাল ডিসপ্লে থেকে মামলার সর্বশেষ তথ্য জানা যায়। সরকার দেশকে আধুনিক তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকেও পুরোপুরি আধুনিক তথ্য প্রযুক্তির আওতায় আনতে ইতোমধ্যে অনেক কার্যক্রম চালু করা হয়েছে। ওয়েবসাইটকে সমৃদ্ধ করা হয়েছে। এরমধ্যে ডিজিটাল ডিসপ্লে স্থাপনও একটি যুগান্তকারী পদক্ষেপ। সরকারের এমন প্রযুক্তি স্থাপনের ফলে মামলার সর্বশেষ তথ্য ও কার্যতালিকার ক্রমের আগাম তথ্যের কারণে সময় ও সাশ্রয়ের পাশাপশি হয়রানিরও অবসান হয়েছে।

বিষয়: বিবিধ

৭৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File