বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি সফলতায় মেঘের ওপর সড়ক
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৬ অক্টোবর, ২০১৫, ০৮:৫২:০২ রাত
'পাথর কেটে পথ বানানো, তাই হয়েছে ব্যর্থ'। কবি শক্তি চট্টোপাধ্যায়ের 'ছেলেটি' পাথর কেটে পথ বানাতে ব্যর্থ হলেও বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি সফল হয়েছে। ১৪ বছরের চেষ্টায় মেঘের ওপর বাংলাদেশের সবচেয়ে উঁচু এ সড়ক বানিয়েছেন সেনা সদস্যরা। এর এক পাশে পাহাড়ের সারি, তার ঘন সবুজ ঢাল বেয়ে কল কল শব্দে ঝরে ঝর্ণা। অন্যপাশে নীল আকাশে ভাসমান সাদা 'মেঘ বলছে যাবো যাবো'। বান্দরবানের আলীকদম-থানচি সড়কের বর্ণনা এত সংক্ষেপে দেওয়া সম্ভব নয়। ৩৩ কিলোমিটার দীর্ঘ এ সড়কের বাঁকে বাঁকে পর্যটকের জন্য অপেক্ষা করছে অপার সৌন্দর্য ও রোমাঞ্চ। সড়কটির সর্বোচ্চ বিন্দু সাগরপৃষ্ঠ থেকে ৩ হাজার ১০০ ফুট উঁচুতে। যেসব গহিন অরণ্য ও পাহাড়ঘেরা এলাকায় যাওয়া সম্ভব ছিল না, এই সড়ক তা সম্ভব করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। বাংলাদেশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমে নির্মিত বান্দরবানের আলীকদম-থানচি সড়ক পাহাড়ি অঞ্চলে সড়ক যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হয়েছে।
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন