রহস্যময় নীরবতা আর চেয়ার দখল কূটনৈতিক তৎপরতা
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৪:৫৮ বিকাল
বিএনপি তৃণমূলে দল ঢেলে সাজানো থেকে শুরু করে কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছিল সমানতালে। কিন্তু এরই মাঝে হঠাৎ নীরব হয়ে গেছে দলটি। রহস্যময় এ নীরবতার ব্যাপারে কোনো পরিষ্কার ব্যাখ্যাও মিলছে না দলের কারও কাছ থেকে। সরকারের কাছ থেকে নির্বাচন আদায়ের কৌশল নিয়ে বেশ তোড়জোড় ছিল দলটির। নানা প্রস্তুতির পর হঠাৎ করে আবার নীরব হয়ে গেছে তারা। তাদের সামনে এখন লক্ষ্য একটিই, আর তা হলো, চেয়ার দখল। আর চেয়ার দখল প্রস্তুতির অংশ হিসেবে দলীয় নেতা-কর্মীদেরও প্রত্যক্ষ-পরোক্ষভাবে একই নির্দেশনা দিয়েছেন তিনি। এ কৌশলের অংশ হিসেবেই বারবার পরিবর্তন করছেন বিদেশ সফরসহ তার যাবতীয় কর্মসূচি। লন্ডন সফরের আগ পর্যন্ত দল বা জোটের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনাও কম। কিন্তু কী কারণে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও লন্ডন সফর স্থগিত করা হলো তার পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। দলের এ নীরবতাকে অনেকের রহস্যময় মনে করছেন। কূটনৈতিক তৎপরতার ওপর এবার ব্যাপক গুরুত্ব দিচ্ছে বিএনপি। ইউরোপ-আমেরিকার পাশাপাশি বৃহৎ প্রতিবেশী ভারতের ওপরও সমধিক গুরুত্বারোপ করছে দলটি। ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তারা। প্রতিবেশী ভারতের কাছ থেকেও পরোক্ষভাবে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করছে দলের অনেকে। এ কারণে হঠাৎই বিএনপির ভারতমুখী কূটনৈতিক তৎপরতাও বেড়ে গেছে উল্লেখযোগ্য হারে। ভিন্ন ধারার কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা ভাবছে এখন দলটি।
বিষয়: বিবিধ
১০০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন