জিএসপি ফিরে না পাওয়ায় বিএনপির উদ্বেগ। এ যেন ভূতের মুখে রাম নাম
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১২ আগস্ট, ২০১৫, ০৩:৩৪:৫২ দুপুর
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে - যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) বাংলাদেশ ফিরে না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।এবং বললেন- এতে বাংলাদেশ নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হলো। এ ঘটনা দেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে, জিএসপি সুবিধা আমরা চাই-এ কথা বিএনপি, গণফোরাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ সব দলের, জিএসপি আমাদের প্রয়োজন, এটা আমাদের প্রাপ্য। এই দাবিটি প্রতিষ্ঠিত করার জন্য আমরা একযোগে কাজও করতে চাই। আশা করব, এ সুবিধা আদায়ের ব্যবস্থা সরকার গ্রহণ করবে।আরও অনেক কিছু।একই সঙ্গে পোশাক রপ্তানি বাড়ানোর স্বার্থে দ্রুত ১৬ দফা নির্দেশনা বাস্তবায়নেরও দাবি জানান। কিন্তু তারা কি জানে না বাংলাদেশের জিএসপি ফিরে না পাওয়ার বিষয়ে তাদেরই অঙ্গসংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডই দায়ী। সে সময়ে বিএনপি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. ইউনূসসহ আরো অনেক উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সঙ্গে লবিংয়ের মাধ্যমে জিএসপি সুবিধা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছিল যার তাণ্ডব বাংলার গনগণের কাছে কাচের মত স্বচ্ছ হয়ে আছে। অথচ এখন কিনা জিএসপি সুবিধা প্রতিষ্ঠিত করার জন্য সরকারের সাথে একযোগে কাজও করতে চাইছে। এ যেন ভূতের মুখে রাম নাম।
বিষয়: বিবিধ
৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন