নিভৃত পল্লী গ্রামের মানুষের জন্য বহুতল ফ্ল্যাট বাড়ি নির্মাণের সিদ্ধান্ত সরকারের

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০৮ আগস্ট, ২০১৫, ০৩:০৭:৪৭ দুপুর



নিভৃত পল্লী গ্রামের মানুষ থাকবে শহরের মতোই বহুতল ফ্ল্যাট বাড়িতে। যেখানে থাকবে গ্যাস ও বিদ্যুতের সুবিধা। ফ্ল্যাট কিনতে বেশি অর্থেরও দরকার হবে না। সাধ্যের মধ্যে খুব কম ডাউন পেমেন্টে বসবাস করা যাবে উন্নত মানের আধুনিক ফ্ল্যাটে। তারপর কিস্তির অর্থ পরিশোধের ব্যবস্থা করে দেবে ফ্ল্যাট বরাদ্দের সরকারী কর্তৃপক্ষ। এটা রুপকথার কোন অবাস্তব গল্প মনে হলেও বর্তমান সরকারের উদ্যোগে তা বাস্তবে রুপ পেতে চলেছে। ইতোমধ্যে কাজও শুরু হয়েছে ৭ বিভাগের একটি করে গ্রামে। আগামী বছরের মধ্যেই নির্মিত প্রতিটি চারতলা ভবনে ২শ’৭২টি করে পরিবার আশ্রয় পাবে। পর্যায়ক্রমে তা ছড়িয়ে দেয়া হবে দেশের সব প্রান্তে। প্রতিটি বহুতল ভবনে চার ধরনের ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটেই বেডরুম, ড্রইংরুম, রান্নাঘর, খাওয়ার স্পেস ও এ্যাটাচ্ড বাথরুম সুবিধা আছে। ঢাকা বিভাগের গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার জলিরপাড়া গ্রামের মধ্যদিয়ে পল্লী জনপদ প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেখানে ৩ দশমিক ৭৫ একর খাস ভূমির ওপর নির্মিত হচ্ছে এমন ফ্ল্যাট ভবন। এভাবে সিলেট বিভাগের দক্ষিণ সুরমা, খুলনা বিভাগের রূপসা বাটিয়াঘাটা, রংপুর সদরের নিয়ামতপুর, বগুড়ায় শাজাহানপুর উপজেলার জামালপুর সহ প্রতিটি স্থানে জমি কেনা হয়েছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে শীঘ্রই জমি কেনা হবে। প্রতিটি গ্রামে একই পরিমাণ জমিতে নির্মিত হবে প্রতিটি ভবন। এই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মাধ্যমে। সরকারের এ পরিকল্পনার মাধ্যমে নিভৃত পল্লী গ্রামের মানুষ শহরের মতোই বহুতল ফ্ল্যাট বাড়িতে থাকতে পারবে। উন্নত মানের সুযোগ সুবিধা পাবে গ্রামের জনগণ।

বিষয়: বিবিধ

৬৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File