ভারতের পর বাংলাদেশের ব্যান্ডউইথ যাবে ইউরোপের দেশ ইতালিতে
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২২ জুলাই, ২০১৫, ০৩:১৭:৪৭ দুপুর
নির্ধারিত সময়ের আগেই ভারতে ব্যান্ডউইথ রপ্তানির উদ্যোগ শুরু করেছে সরকার। ভারত সরকারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সে দেশের স্বাধীনতা দিবসে (১৫ আগস্ট) উপহার হিসেবে এই প্রক্রিয়া শুরু করতে চায় সরকার।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে সম্পাদিত চুক্তি অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে ব্যান্ডউইথ রপ্তানি শুরুর কথা রয়েছে।ভারতের পাশাপাশি ইতালিতেও ব্যান্ডউইথ রপ্তানির প্রক্রিয়া চালাচ্ছে সরকার।বাংলাদেশে বর্তমানে দুই শ জিবিপিএস ক্ষমতাসম্পন্ন সাবমেরিন ক্যাবল রয়েছে। এর মধ্যে মাত্র ৩০ জিবিপিএস বাংলাদেশ ব্যবহার করে।বাকি ১৭০ জিবিপিএস অব্যবহৃত রয়েছে। আর বাংলাদেশ শিগগিরই সিমিউয়ি-৫ এর সঙ্গে যুক্ত হবে। তখন ব্যান্ডউইথের সক্ষমতা বাড়বে আরো এক হাজার ৩০০ জিবিপিএস। তাই দুই বছর আগেই সরকার সক্ষমতার অর্ধেক ব্যান্ডউইথ বিক্রি বা লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । তবে তখন কোনো প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়া যায়নি। পরে ভারত এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে। এরই মধ্যে সিধান্ত হয় সাবমেরিন ক্যাবল ইন্টারনেটের অব্যবহৃত ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ রপ্তানির ।এই ব্যান্ডউইথ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বছরে ৯ কোটি ৪২ লাখ টাকা (১ দশমিক ২ মিলিয়ন ডলার) পাবে। বাংলাদেশ অংশে ক্যাবল স্থাপনের খরচ সরকারই বহন করবে। ভারতের অংশে ভারতীয় প্রতিষ্ঠান খরচ দেবে। ভারতের পর বাংলাদেশের ব্যান্ডউইথ যাবে ইউরোপের দেশ ইতালিতে। ব্যান্ডউইথ সক্ষমতার প্রায় অর্ধেক ইতালির স্পার্কেলস কম্পানির কাছে বিক্রি করা হবে। এ জন্য প্রতিবছর কেবল রক্ষণাবেক্ষণের খরচ স্পার্কেলস বহন করবে। 'ব্যান্ডউইথ রপ্তানি করে আমরা যে অর্থ পাব তা বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হবে। আয়ের এক-চতুর্থাংশ টাকা দিয়ে বিএসসিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের বছরের বেতন হয়ে যাবে। তাই রপ্তানি দ্রুততম সময়ের মধ্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে।'
বিষয়: বিবিধ
৮৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন