মাসিক চাঁদা পরিশোধ করতে অপারগ নেতাদের লাল তালিকাভুক্তির নির্দেশ বিএনপি চেয়ারপারসনের
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০২ জুলাই, ২০১৫, ০৪:২৬:৪৩ বিকাল
দল পরিচালনায় হিমশিম খাচ্ছে বিএনপি। দলীয় ব্যয় নির্বাহের প্রধান উৎস নেতাদের প্রদেয় টাকা। দল পরিচালনার জন্য অবশ্যই টাকা দরকার। এ জন্য মাসিক চাঁদাও নিয়মিত হওয়া উচিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে সংবলিত চিঠি উপেক্ষিত হয়েছে বারবার। অধিকাংশ নেতা এ চিঠির গুরুত্বই দিচ্ছেন না। অবশ্য গুটিকয়েক নেতা চিঠির সাড়া দিয়ে সব বকেয়া পরিশোধও করেছেন। আবার এমন অনেক নেতাও রয়েছেন যারা নবম জাতীয় সংসদ নির্বাচনের পর এখন পর্যন্ত এক মাসের চাঁদাও পরিশোধ করেননি। এভাবে নেতাদের বকেয়া চাঁদার পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা ছাড়িয়েছে। যে নেতারা বকেয়া টাকা পরিশোধ করবে না-তাদের লাল তালিকাভুক্তির নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। প্রয়োজনে তাদের পদ-পদবি থেকে বঞ্চিত ও তাদের দলে থাকার কোনো দরকার নেই বলে তিনি মন্তব্য করেন। নবম সংসদে পাঁচ বছর এমপি থাকাকালে অধিকাংশ নেতাই তাদের মাসিক চাঁদা পরিশোধ করেননি। মামলার কারণে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার জন্য যথাসময়ে টাকা পরিশোধ করতে পারছে না। এ পরিপ্রেক্ষিতে দলীয় কার্যালয়ের দৈনন্দিন কর্মকাণ্ড ও কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করতে খুবই অসুবিধা হচ্ছে দলটির। এই অবস্থায় কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা এখন মনোবল হারিয়ে ফেলে দিশেহারা হয়ে পড়েছেন। তাছাড়া বিএনপি নেতাকর্মীদের সরকারি দলের মন্ত্রীর পিএস-এপিএসদের সঙ্গে সখ্যতা এখন চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও ভাবিয়ে তুলেছে। দলটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত গন্তব্যে পাড়ি দিচ্ছে।
বিষয়: বিবিধ
৭২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন