বেগম জিয়ার পক্ষে দলের নেতৃত্ব ধরে রাখা এবং তারেক রহমানের পক্ষে দেশে ফিরে এসে দলের নেতৃত্ব গ্রহণ করা আদৌ কি সম্ভব?

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৮ জুন, ২০১৫, ০৪:২০:৫৪ বিকাল

বেগম খালেদা এখন দুই ধরনের চাপের মধ্যে বিব্রতকর অবস্থায় আছেন। দলের ভেতরের এই দুই ধরনের চাপে বিএনপি নেত্রী এখন বিব্রত ও বিভ্রান্ত। এ অবস্তায় দল গোছানোর যত রকম চেষ্টা করুক না কেন কোনটাই সফল হচ্ছেনা। দলকে গোছাতে তিনি প্রবীণ এবং বর্তমানে কোণঠাসা অবস্থায় আছেন এমন নেতাদের দলে ফিরিয়ে এনে সক্রিয় করার চেষ্টা করেও সম্পূর্ণ ব্যর্থ হয়ে এখন দিশেহারা। আর এই প্রবীণ নেতাদের অধিকাংশের দাবি, জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং দলে তারেক রহমানের একাধিপত্যের অবসান ঘটানো। অন্যদিকে তারেক রহমান জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগে অনিচ্ছুক। তবে মাতাকে তার পরামর্শ, মোদী সরকারের কাছে নাকে খত দিয়ে হলেও সম্পর্কের উন্নতি ঘটানো। মোদী সরকারের নেক নজর লাভের জন্য তারেক রহমান লন্ডনে বসেও চেষ্টা করেছেন, সফল হননি। খালেদা জিয়াও কতোটা সফল হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। তার অগোছালো দল দিয়ে সরকারের বিরুদ্ধে কোনো অ্যাকশন প্রোগ্রামে যাওয়ার সাংগঠনিক ক্ষমতা নেই, বর্তমানে বড় ধরণের কোন ইস্যুও খুজে পাচ্ছেনা। তাই এই অবস্থায় ২১ জুনের ইফতার পার্টিতে বিএনপি নেত্রী এমন কোনো কথা বলতে পারেননি যাতে মনে হতে পারে বিএনপি কোনো নতুন দিক-নির্দেশনা পেয়ে নতুন ভাবে মাথা তুলতে পারবে। তাই জনমনে প্রশ্ন বেগম জিয়ার পক্ষে কী দলের নেতৃত্ব ধরে রাখা এবং তারেক রহমানের পক্ষে দেশে ফিরে এসে দলের নেতৃত্ব গ্রহণ আদৌ কী সম্ভব?

বিষয়: বিবিধ

৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File