শক্তিশালী মানব পাচারকারী নেটওয়ার্ক রোধে কঠোর অবস্থানে সরকার
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৪ জুন, ২০১৫, ০৩:১৬:৫২ দুপুর
বৈধ পথে না গিয়ে অবৈধ উপায়ে চোরাইপথে এক দেশ থেকে অন্য দেশে কর্মসংস্থানের উদ্দেশে যাওয়ার প্রক্রিয়াটি (মানব পাচার) ইদানীং দেশে-বিদেশে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অবৈধ পথে মানব পাচারের এ প্রক্রিয়াটি আন্তর্জাতিকপর্যায়েও মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে। দেশের মানবসম্পদ ও অভিবাসন ব্যবস্থাপনায় কিছু লোভী ব্যক্তির দুর্বৃত্তায়নের কারণে বাংলাদেশিরও এজন্য কঠিন মূল্য দিচ্ছে। তারা কতিপয় অসাধুচক্রের পাল্লায় পড়ে অবৈধ-চোরাইপথে মৃত্যুর ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। এদের অনেকেই নৌকা বা ট্রলারে চড়ে সমুদ্রপথে, কখনোবা তারা মালবাহী গাড়িতে বাক্সবন্দি হয়ে অবৈধ উপায়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। এতে অনেকে যাত্রাপথেই মারা যাচ্ছে, কেউ বা বিদেশে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়ছে। এতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এসব বিবেচনায় মানব পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। মাত্র ১০-২০ হাজার টাকায় মালয়েশিয়া যাওয়া যায় না মূলত এ বিষয়টিতে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই উপকূলজুড়ে মতবিনিময় সভা করা হচ্ছে। পাশাপাশি সমুদ্র উপকূলীয় অঞ্চলে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মানব পাচারকারীদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ কোস্টগার্ডকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ওমরাহ হজের নামেও মানব পাচার হয় এমন অভিযোগে ওমরাহ হজ এজেন্সির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে মানব পাচারকারীদের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে সারাদেশের জেলা ও সমুদ্র অঞ্চলের পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৩ হাজারেরও বেশি মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। তাই মানবপাচারের মতো আন্তর্জাতিক কার্যক্রমের মূলোৎপাটন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য দেশের সকলকে সরকারের যৌথ উদ্যোগের সাথে কাজ করতে হবে তবেই মানবপাচার রোধ করা যেতে পারে।
বিষয়: বিবিধ
৮৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন