বিদ্যমান সেবার মান বাড়ানোর লক্ষ্যে এবং তথ্য প্রযুক্তি বিকাশে অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত সরকারের

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২২ জুন, ২০১৫, ০৩:২১:৫০ দুপুর



তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইসিটি খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে ইতোমধ্যে বেশ কয়েকটি জেলায় আইসিটি পার্ক স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে আইসিটি মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে- সিলেটে ইলেকট্রনিক সিটি, মহাখালীতে আইটি ভিলেজ, রাজশাহী আইটি ভিলেজ, জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর সফটওয়্যার পার্ক, নাটোর প্রিল্যান্সার ইনস্টিটিউট ও বিভাগীয় পর্যায়ে আইটি ভিলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভব্যতা যাচাই কর্মসূচী বাস্তবায়ন করা হবে। এছাড়া বিদ্যমান সেবার মান ও পরিমাণ বাড়ানোর জন্য সরকার গুরুত্ব দিয়েছে। সেবার মান নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনকে তদারকির নির্দেশ দেয়া হয়েছে। বিসিএসআইআর-এর ডাটাবেজ প্রস্তুত এবং তথ্যপ্রযুক্তি স্বয়ংক্রিয়করণ শীর্ষক কর্মসসূচীর আওতায় বৈজ্ঞানিক ডাটাবেজ, মানবসম্পদ ডাটাবেজ, ফিন্যান্সিয়াল ডাটাবেজ, লাইব্রেরি ডাটা বেজ ও মেডিক্যাল ডাটাবেজের জন্য সফটওয়্যার তৈরি করা হয়েছে। সারাদেশে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে এই সেবাগুলো মানুষের হাতে পৌঁছে দেয়া হবে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তোলার জন্য গাজীপুরে হাইটেক পার্ক শিল্প স্থাপনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় হাইটেক পার্ক স্থাপন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য সময় উপযোগী কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বর্তমানে দেশের মানুষ যেসব সেবা পাচ্ছেন- এই সেবার মান নিশ্চিত করার জন্য জেলা পর্যায়ে ডিসি ও উপজেলা পর্যায়ে ইউএনওদের দায়িত্ব দেয়া হয়েছে। সেবার মান নিশ্চিত না হলে মানুষ তথ্যপ্রযুক্তির ফল পাবে না। সে লক্ষ্যেকে মাথায় রেখেই বিদ্যমান সেবার মান বাড়ানো ও তথ্যপ্রযুক্তির বিকাশে অবকাঠামো নির্মানের সিদ্ধান্ত সরকারের।

বিষয়: বিবিধ

৭০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File