আইসিইউতে বিএনপি
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১৮ জুন, ২০১৫, ০৩:২০:৪৫ দুপুর
বিএনপি এখন আইসিইউতে। কোটি কোটি ব্যাগ B+ রক্তের প্রয়োজন। বেগম খালেদা জিয়ার অবস্থাও অথৈবচ। নানামুখি চাপে বেচারী দিশেহারা। রাজানীতির যে সহজ পাঠটি তিনি এত দিন ইস্তেমাল করে আসছিলেন, সেটা যে মস্ত বড় ভুল ছিল। তা আজ তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সেনানিবাসের রাজনীতি আর জনসাধারন তথা দেশের উন্নয়নের জন্য রাজনীতি যে এক কথা নয় সেটা বুঝতে পেরেই তিনি কেমন যেন মুষড়ে পড়েছেন। আন্দোলনের নামে বিএনপি জামাতের সাথে মিলে যা যা করেছিলো সবই তো জলে গেল। দলের ভিতর হাতাশা, অবিশ্বাস আর বিশৃঙ্খলার যে আবাহটি সৃষ্টি হয়েছে তা থেকে দলকে রক্ষা করতে না পারলে আগামী নির্বচন পর্যন্ত বিএনপির অস্তিত্ব থাকবে কি না সেটাই এখন চিন্তার বিষয়। ইতিমধ্যেই বিএনপির ডাকসাইটে নেতারা বুঝে গেছেন আওয়ামী লীগ যত কথাই বলুক না কেন ২০১৯ এর র্নিবাচনে বিএনপির ভাগ্য কোন ক্রোমেই সুপ্রসন্ন হবে না। বড়জোর বিরোধী দলের ভুমিকাটা রাখতে পারবে হয়তো। বিশ দলীয় জোট ভাঙ্গার যে প্রক্রিয়াটি শুরু হয়েছে বিএনপির তাতেও এখন আর কোন মাথা ব্যাথা নেই। এখন বিএনপিকে টিকিয়ে রাখাই হচ্ছে সবচাইতে বড় কথা। বিএনপির বৃদ্ধ পাকি দালালগুলির মেধা নামতে নামতে সব শয্যা নিয়েছে। অপর দিকে আওয়ামী লীগ বহাল তবিয়তে তার ক্ষমতায় থাকার ইনফিনিটি টাইম লাইনের দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সরকারী প্রোটকলের বাইরে মোদির সক্ষাত পাওয়াটাও বেগম জিযার কুটনৈতিক সাফল্যই বলতে হবে। তবে ঐ ১০ট্রাক অস্ত্র মামলার অস্তিত্বটাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সবকিছু মোকাবেলা করে ভারত বিদ্বেষী মনোভাব থেকে দলকে বের করে আনতেই হবে। বাংলাদেশের শিংহভাগ মৌলবাদ সর্মথন এখনো বিএনপির ভাগেই আছে তাদের কাজে লাগিয়ে নতুন মাত্রায় সহনশীল রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। তাই বিএনপিকে বলছি একটু বুঝে শুনে এগুতে পারলে আগামী ২০৪১ সালের মধ্যে ক্ষমতায় আসলেও আসতে পারেন। মানুষ পোড়ানোর গন্ধতো মানুষ ২০২৫ পর্যন্ত ভুলতে পারবে না। ঐ পোড়া ক্ষতে মলম লাগানোর কাজটা এখন বিএনপিকেই করতে হবে। তারপর সম্ভাবনার একটি দুয়ার খুললেও খুলতে পারে।
বিষয়: বিবিধ
৬৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন