বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। উন্নয়নে ভরপুর একটি রাষ্ট্র

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ৩০ মে, ২০১৫, ০৩:২৯:২৬ দুপুর



বাংলাদেশ আর্থ-সামাজিকসহ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় অনেকে বিদ্রুপ করে বলেছিল স্বাধীন হলেও বাংলাদেশ হবে তলাবিহীন ঝুড়ি। কিন্তু বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। সেই ঝুড়ি এখন উন্নয়নে ভরপুর। বাংলাদেশ এখন উন্নয়নে ভরপুর একটি রাষ্ট্র। এটি এখন বিশ্বের সব দেশই স্বীকার করে বলছে, বাঙালী জাতি পারে। এটা সারাবিশ্বের কাছে দৃষ্টান্ত, বাঙালী পারে। বাংলাদেশকে কেউ আর এখন অবজ্ঞার চোখে কিংবা অপছন্দ করে না। বরং বাংলাদেশের উন্নয়ন বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে দেখা দিয়েছে। ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করে চলেছে। যোগ্য নেতৃত্ব দেয়ায় জাতীয় নাগরিক কমিটি প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে স্থল সীমান্ত চুক্তি হয়েছিল। বঙ্গবন্ধু সংসদে ঐ চুক্তিটি সংবিধানে অন্তর্ভুক্তি করলেও ভারতে তা হয়নি। তবে সেই চুক্তিটি দীর্ঘ ৪১ বছরের মাথায় ভারত সরকার সংবিধান সংশোধন করে এ চুক্তি অনুমোদন করেছে। ভারতের সংসদের সীমান্ত স্থল চুক্তিটি পাসের ক্ষেত্রে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতারা সমর্থন দিয়েছে। আর এটি আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্যে। যে কোন দেশের সঙ্গে সমস্যা আলোচনা এবং সুসম্পর্কের মাধ্যমেই যে সমাধান করা যায় বর্তমান সরকার তা প্রমাণ করেছে।

বিষয়: বিবিধ

৮০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File