শ্রীমঙ্গলে বরবটির বাম্পার ফলন। সার ,বীজ ,কীট নাশক প্রচুর পরিমানে সরবারহ থাকায় কৃষি খাতে ব্যাপক সাফল্য

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৮ মে, ২০১৫, ০৩:৫১:২৯ দুপুর



মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার বরবটির বাম্পার ফলন হয়েছে। এ ফলনে দারুণ খুশি আবাদি চাষিরা। বরবটি একটি সম্ভাবনাময় ফসল। দিন দিন এর আবাদ বিস্তৃত হচ্ছে। চলতি মৌসুমে উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন, পাত্রিকুল ও রাজপাড়া গ্রামে প্রায় ১২০ একর জমিতে বরবটি চাষ করা হয়। একরপ্রতি ফলন হয়েছে ২১০ থেকে ২৪০ মণ করে। এই হিসাবে পঁচিশ হাজার মণ বরবটির ফলন হয়েছে। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ বরবটি সিলেটসহ মৌলভীবাজার চলে যাচ্ছে। প্রতি কেজি বরবটি ১৬ টাকা এবং ঊর্ধ্বে ৩২ টাকা দরে বিক্রি করছেন। এ দর পেয়ে দারুণ খুশি আবাদি চাষিরা। বর্তমান সরকারের আমলে সার, বীজ, কীট নাশক প্রচুর পরিমানে সরবারহ থাকায় কৃষি খাতে ব্যাপক সাফল্য দেখা দিয়েছে।

বিষয়: বিবিধ

৮৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File