বাংলাদেশ-ভারত সংশোধিত নৌ ট্রানজিট অনুমোদিত। এখন শুধু অপেক্ষা বাস্তবায়নের

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১৯ মে, ২০১৫, ০৪:২৫:২২ বিকাল

ভারত বা বাংলাদেশের নৌপথ ব্যবহার করে তৃতীয় কোন দেশে পণ্য পরিবহনের সুযোগ রেখে দুই দেশের নৌ-ট্রানজিট প্রটোকল সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে এ প্রটোকলের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার প্রস্তাব অনুমোদন করেছে।

কোন প্রকার ট্যাক্স আরোপ ছাড়াই এই নৌ-ট্রানজিট প্রটোকল সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। আগামী জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় দু’দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হবে। তার মধ্যে এই চুক্তিটি স্বাক্ষর হতে পারে বলে সূত্র জানিয়েছে। ১৯৭২ সালে ভারত বাংলাদেশের মধ্যে নৌ-প্রটোকল স্বাক্ষর হয়। এর পর বিভিন্ন সময়ে এই চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। নৌ-ট্রানজিট প্রোটকলের এই সংশোধনের পর দু’দেশের মধ্যে কোন দেশের আপত্তি না থাকলে এর মেয়াদ আর বাড়ানোর প্রয়োজন হবে না। প্রতি পাঁচ বছর পর অর্থাৎ মেয়াদ শেষ হলে এই চুক্তির মেয়াদ পরবর্তী পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে বলে ধরা হবে। এতে উভয় দেশেরই পন্য পরিবহনে যেমন ব্যয় কমে যাবে তেমনি দেশের মানুষ উপকৃত হবে।

বিষয়: বিবিধ

৭৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File