নির্বাচনী বিধিভঙ্গ চেয়ারপারসনের

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৬ এপ্রিল, ২০১৫, ০৩:৫৫:৫৪ দুপুর



সিটি নির্বাচনে নিজ দলের প্রার্থীর পক্ষে গাড়িবহর নিয়ে প্রচারে অংশ নিয়ে ‘অনাকাক্সিক্ষত’ পরিস্থিতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে সতর্ক করেছেন ঢাকার রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ সংক্রান্ত চিঠি বিএনপি প্রধানের কাছে পাঠানো হয়েছে। গাড়িবহর নিয়ে ভোটের প্রচারে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ‘আচরণবিধি লঙ্ঘনের’ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলেছিল নির্বাচন কমিশন। শনিবার থেকে ঢাকায় গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারে থাকা বিএনপি নেত্রী খালেদা মাঝখানে একদিন বিরতি দিয়ে শুক্রবারও প্রচার চালিয়েছেন। নির্বাচন কমিশনে খালেদা জিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন সহস্র নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম কুদ্দুছ। এরপরই আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে বিএনপি চেয়ারপার্সনকে চিঠি দিতে বলে কমিশন। বিএনপি প্রধান আইন কানুন মানেন না আদালতে জান না। তাই তিনি হাজার হাজার কর্মী নিয়ে রাজপথে মহড়া দেন মানুষের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা ভিক্ষা না করে ভোট ভিক্ষা করেন।

বিষয়: বিবিধ

৮১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File