বাস পুড়িয়ে, মানুষ পুড়িয়ে অবশেষে দ্বারে দ্বারে ভোট ভিক্ষায় বাস মার্কার লিফলেট
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২০ এপ্রিল, ২০১৫, ০৭:০৮:১০ সন্ধ্যা
কি এক আজব দেশে বাস করছি আমরা! এতদিন আগুন দিয়ে বাস পুড়িয়েছেন, মানুষ হত্যা করেছেন। এখন আবার তিনি বাসের পক্ষে লিফলেট বিলি করছেন। দেশের মানুষ জানতে চায়, বাস পুড়িয়ে এখন কোন মুখে সেই বাস মার্কায়ই ভোট চান তিনি? অবরোধ-হরতালের নামে এই আগুন দেয়া ও মানুষ হত্যার সঙ্গে যে বিএনপি-জামায়াত জড়িত- তার প্রমাণও আসতে শুরু করেছে। যত বেশি তদন্ত হচ্ছে, ততই এগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। আজ যিনি দ্বারে-দ্বারে বাস মার্কায় ভোট চাচ্ছেন তিনি গত তিন মাস যাবত আন্দোলনের নামে পরিকল্পিতভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। সিটি নির্বাচনী প্রচারে এখন আবার মাঠে নেমেছেন। এতদিন ককটেল ও পেট্রোল বোমা বিলি করেছেন, এখন বিলি করছেন বাস মার্কার লিফলেট। এই বাস পোড়ানোর টাকা তার প্রার্থীরাই সরবরাহ করেছেন, তাদের টাকায়ই এসব হয়েছে। এর জন্য তাদের আইনের আয়ত্তায় এনে বিচারের মুখোমুখি করবে বাংলার জনতা।
বিষয়: বিবিধ
৭৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন