নির্বাচন না আন্দোলন!
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৯ মার্চ, ২০১৫, ০৪:০৬:৪২ বিকাল
আন্দোলন, লাগাতার হরতাল, অবরোধ-চলছে চলবে। এভাবেই আমরা চলছি। এক পর্যায়ে সবকিছু গা সহা হয়ে গিয়েছি, অবরোধকে আর অবরোধ মনে হয় নাই বা হরতালকেও হরতাল মনে হয় নাই। আসলে আমরা বাঙালিরা সব সহ্য করতে পারি। আগুনে পুড়ে মরছি, জলে ডুবে মরছি, সব যেন সয়ে যাচ্ছে। কিছুদিন এগুলো নিয়ে হৈ চৈ হয় আবার আমরা সব বেমালুম ভুলে যাই। মনে রাখিনা কে কতটা অত্যাচার করল, কে কতটা দেশের ক্ষতি করল, দেশের অর্থনীতিকে ধ্বংস করল– সব ভুলে আমরা ভোটে যাই এবং ভোটও দেই। আবার অত্যাচারীদেরই জয়লাভ করিয়ে নিয়ে আসি–আসলে আমরা সব ভুলে যাই, কিছু আমরা মনে রাখিনা। তা না হলে এত অত্যাচার, জালাও-পোড়াও আমরা কি করে সহ্য করি, কেন প্রতিবাদ করিনা, প্রতিশোধ নেই না? আসলে যে জাতি বঙ্গবন্ধুর অবদানকে ভুলে যেতে পারে, তারা তো সব ভুলে যাবেই, হয়তো একদিন এই জালাও-পোড়াও আর মনে থাকবেনা, যেমন মনে রাখিনি ১৯৭১ এর হানাদার বাহিনী আর তাদের দোসর আলবদর –আলশামসদের। জ্বালাও-পোড়াও, মন্ত্রীত্ব দিয়ে পতাকা দিয়েছি তাদের গাড়িতে –এক অভাগা জাতি আমরা? এখন আবার মিডিয়াতে ঝড় উঠেছে –নির্বাচন আগে না আন্দোলন আগে, ঠিক সেই বহুল আলোচিত পুরানো কথা “ডিম আগে না, মুরগী আগে’’। এই আলাপের আর শেষ নাই। এই আলাপ করতে করতে একসময় সেই আসল কথা অগ্নিদগ্ধদের কান্না, হৃদয়-বিদারক চিৎকার, সব আমরা আবার ভুলে যাবো, ভোট দিব, হয়তো নির্বাচিত হবে তারাই যারা জ্বালাও-পোড়াও করছে। তাহলে কি এভাবেই চলবে আমাদের দেশ ---? আমাদের সোনার বাংলার স্বপ্ন কি অর্থহীন?
বিষয়: বিবিধ
৮৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন