দুর্বল যুক্তির ওপর দাঁড়িয়ে জেদ করাটা ভালোর চাইতে মন্দের সম্ভাবনাই বেশি
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৫ মার্চ, ২০১৫, ০৩:৩৬:২৮ দুপুর
ষড়যন্ত্রের মাধ্যমেই বাংলাদেশে অতীতে অনেক হত্যাকান্ড সংঘটিত হয়েছে। সাধারণ জনগণকে না মেরে যদি বিকল্প কোন আন্দোলন থেকে থাকে, তাই করুন। শক্ত যুক্তির ওপর নির্ভর করে জেদ করা যায়, কিন্তু দুর্বল যুক্তির ওপর দাঁড়িয়ে জেদ করাটা ভালোর চাইতে মন্দের সম্ভাবনাই বেশি। এক সময় বিএনপি সংলাপে যেতে চায়নি, আর এখন পরিবর্তিত পরিস্থিতিতে সংলাপের জন্য তারা হন্যে হয়ে পড়েছে। ঠিক সময়ে সঠিক কাজটি না করার কারণেই দুই দফায় কয়েকশত সাধারণ লোকের প্রাণহানি ঘটল। দল হিসেবে জনগণের মাঝে বিএনপির সমর্থক নিশ্চয়ই আছে। সুশীল সমাজের সমর্থনও আছে। আর সমর্থন আছে বলেই ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। জনগণের উপার পেট্রোলবোমা, ককটেল মারা বন্ধ হচ্ছে না, সাধারণ মানুষের মৃত্যু বন্ধ হয়নি, কোন যুক্তির উপর দাড়িয়ে আছি আমরা। জনগণ আপনাদের কাছে জানতে চাইলে উত্তর কি জানা আছে?
বিষয়: বিবিধ
৮০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন