মানুষ হত্যার নারকীয় তান্ডব চালাতে গিয়ে খালেদা নেতা-কর্মী ও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১৭ মার্চ, ২০১৫, ০৩:৪৬:২৪ দুপুর
সভা-সমাবেশ করার অধিকার চেয়েছে খালেদা। ৫ই জানুয়ারির সমাবেশ ছাড়া প্রায় সব সভা-সমাবেশই করতে পেরেছে খালেদা জিয়া। ১৬ জেলায় জনসভা করে বিভ্রান্তি ছড়িয়েছে। কেউ বাধা দেয়নি। আবারো সভা-সমাবেশ করতে চাইলে বোঝা যাবে, খালেদার সভা-সমাবেশ বন্ধ কিনা? কিন্তু খালেদা জিয়া কি সভা-সমাবেশ করতে চাচ্ছে? কোন সভা-সমাবেশ করার লক্ষন দেখা যাচ্ছে না বিএনপির মধ্যে, তবুও তারা সংবাদ সম্মেলন ডেকে বলে, সভা-সমাবেশের অধিকার দিতে হবে। তুতীয় একটি প্রস্তাব খুঁজে পাওয়া যাচ্ছে। সেটি হলো নির্বাচন। ২০১৩ সালে যে নির্বাচন বয়কট করে সরকার পতনের জন্য মরিয়া হয়ে উঠেছিল খালেদা। ২০১৫ সালে এসে টানা দুইমাস মানুষ হত্যা করে আবার সেই নির্বাচনের কথাই বলছে এই বর্বর, জঙ্গি নেত্রী। নির্বাচনের সময় আসলে নির্বাচন বয়কট করবো, আবার নির্বাচনের সময় না আসলেও নির্বাচন অনুষ্ঠিত করার দাবি করবো; এমন আচরণ কতোটা গণতান্ত্রিক, সেটা ভেবে দেখার সময় এসেছে। খালেদার মুল লক্ষ্য নির্বাচন নয়। মূল লক্ষ্য, মানুষ হত্যার নারকীয় তান্ডব চালাতে গিয়ে খালেদা নেতা-কর্মী ও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন নির্বাচনের কথা বলে নিজেদের মধ্যযুগীয় তান্ডবকে আড়াল করার অপচেষ্টা করছে। সংকটের কোন সমাধান চায় না খালেদা। সংকট আরও বৃদ্ধি করে তৃতীয় কোন পক্ষ যাতে ক্ষমতা দখল করে নিতে পারে, সেই পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে খালেদা। কিন্তু মানুষ হত্যা করে কি সেই পরিস্থিতি সৃষ্টি করতে পারবে এই জঙ্গিনেত্রী খালেদা। সম্ভাবনা কম। তবুও খালেদা সেই দুরভিসন্ধির পথেই হাঁটছে। অবৈধ পথে অবৈধ পাকিস্তানী আইএসআই এর এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপির জন্ম। জন্ম থেকে তারা অপরাজনীতি করেছে, মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতা চালিয়ে এসেছে। এখনও তারা তাই করছে। আগামীতেও তারা যদি টিকে থাকে, তবে তাই করবে। মিথ্যাচার, বিভ্রান্তি সৃষ্টি, সন্ত্রাসী কর্মকান্ড- গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তরায়। তাই বিএনপিকে রাজনীতিতে রেখে যারা সুস্থ রাজনৈতিক চর্চার স্বপ্ন দেখেন, সেটা তাদের স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। বিএনপি সুস্থ রাজনীতির জন্য সবসময় হুমকি ছিল, এখনো হুমকি হিসাবেই কর্মকান্ড পরিচালনা করছে, আগামীতেও তাই করবে। তাই দেশের গণতান্ত্রিক রাজনীতির বিকাশের জন্য বিএনপিকে অপরাজনীতিকে বিদায় জানাতে হবে। এর কোন বিকল্প নেই। বর্বর, জঙ্গিনেত্রী খালেদাকে না বলুন।
বিষয়: বিবিধ
৫৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন