অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য সাধারণ মানুষকে পেট্র্রোলবোমা মেরে নির্মমভাবে কোন বাছবিচার ছাড়া পুড়িয়ে মারা নতুন সংস্করণের বৈশিষ্ট্য

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১৫ মার্চ, ২০১৫, ০৪:৫১:৪২ বিকাল

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলনের নতুন সংস্করণ চলছে। এই সংস্করণ একান্তভাবে জামায়াত-বিএনপির আবিষ্কার। অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য সাধারণ মানুষকে পেট্র্রোলবোমা মেরে নির্মমভাবে কোন বাছবিচার ছাড়া পুড়িয়ে মারা নতুন সংস্করণের বৈশিষ্ট্য। অবশ্য বেগম জিয়া হতে শুরু করে তাদের দলের নেতা-পাতি নেতারা বলেন, এই পেট্রোলবোমা নাকি সরকারী দল মারছে। আবার এও বলেন, সরকার যদি তাদের সব দাবি মেনে নেয় তাহলে পরদিন থেকেই এই সব সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। আবার এসব নাশকতা চালাতে গিয়ে যারা ধরা পড়ছে তারা হয় জামায়াত-বিএনপির সন্ত্রাসী অথবা ভাড়েটে দুর্বৃত্ত। তাদের এই উন্মত্ততা থেকে বাদ যাচ্ছে না আড়াই বছরের শিশু বা অন্তঃসত্ত্বা মহিলা। নাহ, পেট্রোলবোমায় এই পর্যন্ত কমপক্ষে তো একশ’ ত্রিশজন প্রাণ হারাল। তাতে বিএনপি-জামায়াত, তাদের পোষাজীবী, বুদ্ধিজীবী ও মিডিয়ার তেমন কিছু আসে যায় না। তারা বিচারবহির্ভূত হত্যকাণ্ড হিসাব করা নিয়ে ব্যস্ত। পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা এটা তারা রাজনৈতিক অধিকার বলে মনে করে। তিনি মানুষকে আরও একটু কষ্ট ও ত্যাগ স্বীকার করার অনুরোধ করলেন। অর্থাৎ আরও কিছু মানুষ পেট্রোলবোমায় দগ্ধ হতে হবে। অবশ্য তিনি বলেছেন আগামীতে ক্ষমতায় গেলে ক্ষতি পুষিয়ে দেবেন। এমন দায়িত্বজ্ঞানহীন উক্তি কোন রাজনৈতিক ব্যক্তি করতে পারেন তা অবিশ্বাস্য। স্যুটেড বুটেড ভদ্রলোকরা বেগম জিয়াকে পছন্দ করবেন, তার ছেলে তারেক রহমানকে ছলে বলে কৌশলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন তাতে আশ্চর্য হওয়ার তেমন কিছু নেই। কিন্তু এই স্যুটেড বুটেড ভদ্রলোকদের কোন ছেলেমেয়ে স্ত্রী ভাই ব্রাদার পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মারা যাবেন বা হাসপাতালের বার্ন ইউনিটে আর্ত চিৎকার করবেন না।

বিষয়: বিবিধ

৭১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File