জনশক্তি রপ্তানি করে রেমিটেন্স বাড়ানোর লক্ষ্যে বিদেশ গমনেচ্ছু কর্মীদের নিবন্ধন চলছে
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১৪ মার্চ, ২০১৫, ০৩:২৬:৪০ দুপুর
সৌদি আরবসহ অন্যান্য দেশে চাকরি করতে ইচ্ছুক নারী কর্মীর নিবন্ধন চলছে। ইতিমধ্যে নারী কর্মীর নাম নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের জন্য বিভিন্ন বিভাগে যে ভিন্ন ভিন্ন সময়সীমা বেঁধে দেয়া হয়েছে সেই সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। এর পর আর কোন সময় বাড়ানো হবে না। সৌদিতে কর্মী নিয়োগের চুক্তি হওয়ার পর নিবন্ধন নিয়ে সারা দেশে হট্টগোল হওয়ার কারণে এই সময়সীমা বেঁধে দেয়া হয়। ৫ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত নিবন্ধন হয়েছে ঢাকা বিভাগে। পরে পর্যায়ক্রমে হবে প্রতিটি বিভাগে নিবন্ধন হবে। ঢাকায় নিবন্ধনের জন্য প্রতিটি ওয়ার্ডে খোলা হয়েছিল ডিজিটাল সেন্টার। সেন্টারে গিয়ে যোগ্যতাসম্পন্ন যে কেউ নিবন্ধন করতে পেরেছেন। যে নারী বিদেশে চাকরি করতে ইচ্ছুক তার বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। নিবন্ধনের জন্য খরচ ৩০০ টাকা ধরা হযেছে। এর মধ্যে সরকারী ফি ২০০ টাকা এবং নিবন্ধন ফর্ম পূরণ বাবদ ১০০ টাকা। নিবন্ধন করতে লাগবে মেশিন রিডেবল পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন সনদ লাগবে। জন্মনিবন্ধনে যে নাম-ঠিকানা ব্যবহার করা হয়েছে পাসপোর্টেও থাকতে হবে হুবহু সেই নাম-ঠিকানা। শিক্ষাগত যোগ্যতার একসেট ফটোকপি সনদপত্র (যদি থাকে), প্রশিক্ষণের সনদ (যদি থাকে), অভিজ্ঞতার সনদ (যদি থাকে) লাগবে। এ ছাড়া লাগবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের দেয়া কর্মীর চারিত্রিক সনদপত্র। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নিবন্ধন চলবে। রাজশাহী ও রংপুর বিভাগে নিবন্ধন হবে ১২ থেকে ১৬ মার্চ। ১৭ থেকে ২৩ মার্চ চট্টগ্রাম ও সিলেট এবং ২৪ থেকে ২৮ মার্চ খুলনা ও বরিশাল বিভাগে নিবন্ধন হবে। এ ছাড়াও ঢাকার বাইরে স্থানীয় সরকার বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফর্মেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে স্থাপিত দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নগর ডিজিটাল সেন্টার এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করা যাবে।
বিষয়: বিবিধ
৫৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন