শান্তিরক্ষা মিশনে ডেপুটি কমান্ডার হচ্ছে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১১ মার্চ, ২০১৫, ০৪:২৫:৫৭ বিকাল

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেপুটি কমান্ডার হিসেবে একজন বাংলাদেশি নিয়োগ পেতে যাচ্ছে খুব শিগ্রী। এ ছাড়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং মালিতে নতুন করে বাংলাদেশের শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে আলোচনা করছে বর্তমান সরকার। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের নয়টি শান্তিরক্ষা কার্যক্রমে প্রতিনিধিত্ব করছে। লাডসাস আফ্রিকান দেশগুলোতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ফরাসিসহ অন্যান্য বিদেশি ভাষা শেখার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন বাংলাদেশ। এছাড়া নেতৃত্বের পর্যায়ে বাংলাদেশি সৈন্যদের প্রতিনিধিত্ব বাড়াতে ভাষা শিক্ষা, কর্তব্য রাষ্ট্র সম্পর্কে ব্যাপক ধারণা, দ্রুত সাড়া এবং প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন লাডসাস।বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের ৮ হাজার ৮৪৬ জন কর্মী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৮৩ জন আর্মড ফোর্সেস, এক হাজার ৫৮ জন পুলিশ রয়েছেন। এর মধ্যে ২৮০ জন রয়েছেন নারী । এ সংখ্যা আরো বাড়াতে বাংলাদেশ সরকার উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

বিষয়: বিবিধ

৭৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File