বিএনপি-জামায়াতের সহিংসতার মাঝেও এগিয়ে চলছে দেশের রপ্তানি প্রবৃদ্ধি

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০৯ মার্চ, ২০১৫, ০৪:২৫:১১ বিকাল



বিএনপি-জামায়াতের টানা দুই মাসের সহিংসতার মাঝেও এগিয়ে চলছে দেশের রপ্তানি প্রবৃদ্ধি। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে এসে গতবছরের একই সময়ের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ। এইক্ষেত্রে বরাবরের মতোই চালিকাশক্তি হিসেবে কাজ করেছে তৈরি পোশাক খাত। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রপ্তানি আয় হয় ২ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ২ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে তৈরি পোশাক খাতের রফতানি আয় হয় ১৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৬ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার। যার প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৫৬ শতাংশ। দেশের রপ্তানি প্রবৃদ্ধি থাকলেও বিএনপি-জামায়াতের সহিংস কর্মসূচী কারনে সরকার তার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারছে না। বিএনপি-জামায়াতের নাশকতার কারণে এখন প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখা নিয়ে শঙ্কিত রপ্তানিকারকগণ। কিন্তু উন্নয়নমুখী বর্তমান সরকার যেহেতু বিএনপি-জামায়াতের সহিংসতার মাঝেও দেশের রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে সেহেতু সরকার তার লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে এটাই সাধারণ জনগণের প্রত্যাশা।

বিষয়: বিবিধ

৬৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File