সরকারের দক্ষ নজরদারি ও সুপরিকল্পনার ফলে চলতি বোরো মৌসুমে সার সঙ্কটের আশঙ্কা নেই

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:১২:০৬ রাত

চলতি বোরো মৌসুমে সারের কৃত্রিম সঙ্কটের কোন আশঙ্কা নেই। বর্তমান সরকারের সময়ে বিগত বছরসমূহে সেচের প্রয়োজনে ডিজেল সঙ্কট দেখা দেয়নি, ভবিষ্যতেও দেবে না। বিগত বছরসমূহে সারের চাহিদা ও ব্যবহার বিবেচনায় রেখে মাসভিত্তিক সারের বরাদ্দ প্রদান করা হয়। এরপরও কোথাও অতিরিক্ত কোন সারের চাহিদা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিশেষ বরাদ্দ প্রদানের মাধ্যমে তা পূরণ করা হয়ে থাকে। বরাদ্দকৃত সারের অনুকূলে সঠিক সময়ে ও যথাযথভাবে অর্থ জমা দিয়ে সার উত্তোলনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। ডিলারভিত্তিক দৈনন্দিন সারের মজুত পরিস্থিতি যাচাই করে তাৎক্ষণিকভাবে সরকার উত্তোলনের ব্যবস্থা গ্রহণসহ সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯ অনুযায়ী কৃষক পর্যায়ে সারপ্রাপ্তি নিশ্চিত করা হয়। কৃষকদের চাহিদা অনুযায়ী সকল প্রকার উপকরণ সরবরাহ নিশ্চিতকরণের উদ্দেশে সরকার সব সময়ই সচেতন এবং এ বিষয়ে বর্তমান কৃষক বান্ধব সরকার সব সময়ই আগাম ব্যবস্থা গ্রহণ করে আসছে। আসন্ন বোরো মৌসুমে কৃষক যাতে সঙ্কটে না পড়ে সেজন্য বিএডিসি’র ২২টি সার অঞ্চলের বাফার গুদামসমূহে টিএসপি, এমওপি ও ডিএপি সারের পর্যাপ্ত মজুদ গড়ে তোলা হয়েছে। আন্তঃরাষ্ট্রীয় চুক্তির আওতায় আরও নন-ইউরিয়া সার আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। এ কথা হলফ করেই বলা যায় যে সরকারের চলতি বোরো মৌসুমে সারের কোন সংকট দেখা দেওয়ার সম্ভাবনা নেই।

বিষয়: বিবিধ

৬৩৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306131
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৫৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File