কম খরচে গভীর নলকূপ সেচ প্রকল্পে কৃষকদের মাঝে আশার সঞ্চার
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫৫:০৭ বিকাল
নরসিংদী জেলার ৬টি উপজেলায় কৃষকদেরকে উন্নত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষিতে লাভবান হওয়ার জন্য কৃষি উন্নয়নে বিরাট ভুমিকা রেখে মাঠ পর্যায়ে কাজ করে চলেছে বাংলাদেশ সরকার। এ বছর নরসিংদীর ৬টি উপজেলায় ৩৩টি গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে ৪৬৪৮ জন কৃষকের ৬৯৮ হেক্টর জমি এবং ২৪টি এলএনজি পাম্প স্থাপনের মাধ্যমে ৪২২৫ জন কৃষকের ৫১৫ হেক্টর জমি এ কার্যক্রমের সুবিধা ভোগ করছে। পানির অপচয় অনেকটা কম হওয়ায় বিগত বছরের তুলনায় এবার অতিরিক্ত ৬০০ হেক্টর জমিতে সার্ভে সেচনালা সুবিধা ভোগ করতে পারছেন। এতে করে চলতি মৌসুমে প্রায় ৩০ হাজার মেট্রিক টন ধান বেশি উৎপাদন হবে। যার বাজার মুল্য প্রায় ৬ কোটি টাকা। সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের গভীর নলকূপ স্কীম, এলএনপি স্কীম, মজা ও পুরাতন খাল পুনঃখনন, হাইড্রোলিক স্ট্রাকচার নির্মাণ, পাকা ও ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ, পুরাতন ও অকেজো গভীর নলকূপ সচলকরণ এবং সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সেচ কার্যক্রম চালানোর মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের লাভবান করার লক্ষে নিয়মিত পরামর্শ, সহায়তা, উদ্যত ও প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে চলেছেন বিএডিসি’র কর্মকর্তা ও কর্মচারীরা। এর মধ্যে ভূ-গর্ভস্থ গভীর নলকূপ সেচ প্রকল্পটি কৃষকদের মাঝে আশার আলো ছড়াচ্ছে। এতে করে কৃষকের সেচ খরচ ৭৫ ভাগ কম হচ্ছে। কম খরচে অতি সহজ ও অল্প সময়ে পানি পাওয়ার ফলে উপকৃত হচ্ছেন কৃষকরা। এতে করে পানির অপচয়ও কম হচ্ছে। সহজ ও অল্প সময়ে পানি পাওয়ার ফলে উৎপাদন খরচ কম হচ্ছে কৃষকদের।গভীর নলকূপ সেচ প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঝে আশার সঞ্চার করায় বর্তমান সরকারের সাফল্য সত্যিই প্রশংসার দাবীদার।
বিষয়: বিবিধ
৮৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন