প্রাথমিক শিক্ষার ব্যাপক প্রসারের সাথে সঙ্গতি রেখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি ভর্তিচাপ কমাতে রাজধানী ঢাকায় নির্মিত হচ্ছে ১৭টি স্কুল ও কলেজ

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২২ জানুয়ারি, ২০১৫, ০৪:০৫:১৭ বিকাল



রাজধানী ঢাকায় ছাত্র-ছাত্রীর সংখ্যা এমনিতেই অনেক বেশি। আবার গত কয়েক বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাশের হার বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। রাজধানী ঢাকার ২৮টি থানায় নেই কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজ। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র ছাত্রী ভর্তির চাপ অনেক বেশি। এই চাপ কমাতে ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ছয়টি কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা মহানগরীতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অপ্রতুল হওয়ায় বিদ্যমান ভালো স্কুল ও কলেজে ছাত্রছাত্রীদের ভর্তিসমস্যা অনেকাংশে লাঘোভ হবে।

বিষয়: বিবিধ

৭৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File