নতুন বছরে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ, চাঙ্গা হবে বাংলাদেশের প্রবাসী আয়

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১৭ জানুয়ারি, ২০১৫, ০৫:৫৭:৪১ বিকাল

নতুন বছরে উন্নয়নশীল দেশসমূহের অর্থনীতি ভাল হবে। গত বছর যেখানে উন্নয়নশীল দেশের প্রবৃদ্ধি হয়েছিল ৪.৪ শতাংশ। চলতি বছরে তা দাঁড়াবে ৪.৮ শতাংশ। তবে বৈশ্বিক প্রবৃদ্ধির হার পূর্বাভাসের চেয়ে কমে যাবে। এ বছর (২০১৫) বৈশ্বিক প্রবৃদ্ধি দাঁড়াবে তিন শতাংশ। অবশ্য বাংলাদেশে ও নেপালে আগামী দিনগুলোতে প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহ আরও চাঙ্গা হবে বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। চলতি বছরে বিশ্ব অর্থনীতিতে চারটি প্রধান ঝুঁকির মধ্যে রয়েছে, বিশ্ব বাণিজ্য দুর্বলতা, ব্যাংকগুলোর সঙ্গে সুদের হার নিয়ে আর্থিক জটিলতা। তেল উৎপাদনকারী দেশগুলো কতটুকু তেলের দাম কমাবে তা নিয়ে দ্বন্দ্ব। এবং ইউরো জোনে অর্থনৈতিক মন্দা না কাটতেই জাপানে অর্থনৈতিক মন্দা শুরু। এই চারটি ঝুঁকি মোকাবিলা করাই এ বছর বিশ্বের প্রধান চ্যালেঞ্জ। ২০১৭ সালে এই অঞ্চলের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৬.৮ শতাংশ। ভারতের সরবরাহ প্রতিবদ্ধকতা হ্রাস পাবে, পাকিস্তানের রাজনৈতিক সহিংসতা কমবে, বাংলাদেশ ও নেপালের প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহ আরও চাঙ্গা হবে। এতে পুরো অঞ্চলের রফতানি আয় বাড়বে। নিম্ন আয়ের দেশগুলোর অর্থনীতিও এতে শক্তিশালী হবে। তেল আমদানি বাবদ খরচ কমে যাওয়ায় এই দেশগুলোর সরকারী ব্যয় বৃদ্ধি পাবে। সেবা খাতের উল্লেখযোগ্য সম্প্রসারণ হবে। সেই সঙ্গে নিম্ন আয়ের দেশগুলোর প্রবৃদ্ধিও শক্তিশালী হবে। ২০১৫-১৭ মেয়াদে এই দেশগুলোর প্রবৃদ্ধি ছয় শতাংশের ঘরে অবস্থান করবে।

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300569
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৮:২৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এই গরীব দেশে এটা তো আমাদের জন্য সুখবরই বটে।
300580
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪৫
মোতাহারুল ইসলাম লিখেছেন : সংসার সাগরে দুঃখ-তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File