সারা দেশে উন্নয়নের জোয়ার। বাদ পড়েনি দেশের দক্ষিণাঞ্চল। স্থাপিত হচ্ছে সমুদ্রবন্দর, শিপব্রেকিং শিল্প- দক্ষিণাঞ্চলেও উন্নয়নের জোয়ার

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৬ ডিসেম্বর, ২০১৪, ০৫:১৮:৫৬ বিকাল



তৃতীয় সমুদ্রবন্দর, মেডিক্যাল কলেজ, ক্যাডেট কলেজ, তাপবিদ্যুত কেন্দ্র, বীজবর্ধন খামার ও শিপব্রেকিংসহ একগুচ্ছ প্রকল্প পটুয়াখালী তথা দক্ষিণাঞ্চলের জন্য খুলে দিচ্ছে অপার সম্ভাবনার এক নতুন দিগন্ত। বর্তমান সরকারের নেয়া এসব প্রকল্পের মধ্যে কয়েকটি প্রকল্প এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে। বাকিগুলোর কাজও চলছে দ্রুত গতিতে। যোগাযোগ, শিক্ষা, শিল্প-বাণিজ্যসহ আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এসব প্রকল্পের ইতিবাচক প্রভাব এতটাই সুদূরপ্রসারী এবং বিস্তৃত হবে, যা দক্ষিণাঞ্চলকে অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। এমনকি এক সময়ের অবহেলিত পটুয়াখালী দেশের অর্থনীতির রাজধানী হিসেবেও বিবেচিত হতে পারে। প্রকল্পগুলোর কারণে এ অঞ্চলের চিরচেনা দৃশ্যপটের অনেক কিছুই পাল্টে যাবে। দূরীভূত হবে বেকারত্ব। বাড়বে শিক্ষার হার। শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে দ্রুত। একইভাবে জীবন-জীবিকার সব ক্ষেত্রেই ঘটবে আমূল পরিবর্তন। তাই এ অঞ্চলের মানুষ এখন এসব প্রকল্পের আশু বাস্তবায়নের দিন গুনছে। সাগরপারের পটুয়াখালী জেলার মানুষ বরাবরই অবহেলিত। অভাব-অনটন এবং ঝড়-ঝঞ্ঝাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ এ অঞ্চলের মানুষের নিত্যসঙ্গী। তার ওপরে স্বাধীনতার পরে বিশেষ করে পঁচাত্তরপরবর্তী সরকারগুলোর উদাসীনতা এ অঞ্চলকে রেখেছে পশ্চাৎপদ করে। এ অঞ্চলে কখনই নেয়া হয়নি অর্থনীতির গতি সঞ্চার করে কর্মমুখী এমন বড় ধরনের কোন উন্নয়ন প্রকল্প। ১৯৯৬ পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে এ অঞ্চলে প্রথম উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করে। ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়াকাটা পর্যটন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। একই সঙ্গে পাথরঘাটা থেকে শুরু করে সোনারচর পর্যন্ত বিশেষ পর্যটন জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন। এর পরই কুয়াকাটায় গড়ে ওঠে পর্যটনভিত্তিক আন্তর্জাতিক মানের বিভিন্ন স্থাপনা। কিন্তু ২০০১ পরবর্তী সরকারের বৈষম্যের কারণে আওয়ামী লীগ সরকারের নেয়া যাবতীয় উন্নয়ন পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে। ২০০৮ এ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী তথা দক্ষিণাঞ্চলের উন্নয়নে আবার নতুন করে একগুচ্ছ প্রকল্প গ্রহণ করেন। যার অন্যতম হচ্ছে- দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপন।

বিষয়: বিবিধ

৬৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297310
২৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০২
হতভাগা লিখেছেন : চামচামিতে ভরে গেছে ব্লগ
297334
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩২
গেঁও বাংলাদেশী লিখেছেন : হ,উন্নয়নের জোয়ার না ছাই।
উন্নয়নের জোয়ারে দেশ শুধু ভাসি ভাসি বঙ্গোপসাগরে পড়ার বাকি।

ইউ আর পেইড এজেন্ট অব সরকার।
আচ্ছা সরকার থেকে মাসে কত টাকা মাইনে পাও????

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File