রেলওয়ে হাসপাতালকে ৫শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নীত করণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে চিকিৎসা সেবা পাবে শাজাহানপুরবাসি
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০১ ডিসেম্বর, ২০১৪, ০৪:০১:০২ বিকাল
রাজধানীর কমলাপুরে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে ৫শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রেল মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় এটির দায়িত্ব গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। রেলের একটি নিজস্ব হাসপাতাল রয়েছে। ১৯৮৬ সালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর শাজাহানপুরে এ হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। ৭৫ শয্যার হাসপাতালটিতে সহকারি ব্যাকটেরিওলজি, রেডিওলজি, প্যাথলজি, পারিবারিক স্বাস্থ্য, ডিসপেনসারি, ড্রেসিং, ইসিজি, দন্ত বিভাগ রয়েছে। প্রতি বছর এ খাতে রেলওয়ের খরচ হচ্ছে ৩৫ কোটি টাকা। বাংলাদেশ রেলওয়ের ২৪টি হাসপাতালে এই টাকা ব্যয় হয়ে থাকে। তবে অধিকাংশ সময়ে এই হাসপাতালটি ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। তাই এটাকে শুধু রেলের জন্য না রেখে জেনারেল হাসপাতালে পরিণত করে শাহজাহানপুরের লোকজন চিকিৎসা সেবা দিতে উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এমন উদ্যোগে চিকিৎসা সেবা পাবে শাজাহানপুরবাসি।
বিষয়: বিবিধ
৭৪৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন