গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে দিতে বর্তমান সরকারের কঠোর পদক্ষেপে ২০১৮ সালের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাচ্ছে সারাদেশের মানুষ
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৬ নভেম্বর, ২০১৪, ১২:১৯:৪১ দুপুর
২০১৮ সালের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় সারাদেশে সব গ্রাম পর্যায়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করবে সরকার। আগামী ৪ বছরের মধ্যে সারাদেশের সব বিদ্যুৎ ইউনিটকে ডিজিটালে রূপান্তর করার পাশাপাশি গ্রাহক ইন্টারনেটের মাধ্যমে বিল জমা ও অন্যান্য বিষয় দ্রুত জানতে পারবে। বর্তমান সরকার ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে কাজ শুরু করে। বর্তমানে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। আগামীতে ২০ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ বিভাগ পর্যায়ে চলে গেছে। সাশ্রয়ীভাবে জ্বালানি প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে পৌঁছে দিতে সরকারের বিদ্যুৎ বিভাগ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করছেন। আগামী ২০১৮ সালের মধ্যে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে সংযোগ দেয়া হবে। এবং ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে ৬০ ভাগ কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে। গত ৫ বছরে ৫১ হাজার মাইল লাইনে পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। গত বছর ১৮ হাজার মাইল লাইনে দেয়া হয়েছে এবং চলতি বছরে ২০ হাজার মাইল লাইনে দেয়া হবে। বর্তমান সরকার প্রতান্ত অঞ্চলে মানুষের ঘরে ঘরে আলো জ্বালিয়ে দিতে সক্ষম হচ্ছেন। সরকারের উন্নয়নমুখী এমন পদক্ষেপের ফলে ২০১৮ সালের মধ্যে সারাদেশে বিদ্যুৎত সংযোগ দিয়ে আলোকিত করে মানুষের মুখ-উজ্জল হাসিতে মুখরিত হবে।
বিষয়: বিবিধ
৯৭৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন