ওয়েববেজড ক্যামেরাযুক্ত বিশেষ ভ্যান ক্রয় করছে কারা কর্তৃপক্ষ
লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৬ মে, ২০১৬, ০৩:১৬:০১ দুপুর
ওয়েববেজড ক্যামেরাযুক্ত বিশেষ ভ্যান ক্রয় করছে কারা কর্তৃপক্ষ
কারাগার থেকে জঙ্গী, শীর্ষ সন্ত্রাসী, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামিসহ আদালতের নির্দেশে ও ডিভিশনপ্রাপ্ত অসুস্থ আসামিদের আদালতে হাজিরা দিতে এবং এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করতে ওয়েববেজড ক্যামেরাযুক্ত বিশেষ ভ্যান ক্রয় করছে কারা কর্তৃপক্ষ।আর এ দুটি ভ্যান ক্রয় করতে ব্যয় হবে প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। অর্থ মন্ত্রণালয়ের ব্যয় মঞ্জুরি প্রাপ্তির পরই এসব প্রিজন্স ভ্যান কেনা হবে। বর্তমানে এসব ভ্যান কেনার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বিশেষ করে শীর্ষ সন্ত্রাসী ও গুরুত্বপূর্ণ মামলার বন্দীদের আদালত বা অন্য কোন কারাগারে আনা-নেয়ার সচিত্র দৃশ্য দেখতেই এমনটা করা হচ্ছে। এছাড়াও জঙ্গী ও শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারি বাড়ানোর ক্ষেত্রেও এটি গুরুত্ব ভুমিকা রাখবে। সরকারের নির্দেশনার ভিত্তিতে এটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিকভাবে এসব ভ্যান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি প্রিজন্স ও কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আনা-নেয়ার কাজে ব্যবহার করা হবে। বর্তমানে কারাগার থেকে প্রিজন্স ভ্যানে বন্দী আনা-নেয়ার মূল দায়িত্ব পালন করে পুলিশ। এই প্রথমবারের মতো কারা অধিদফতরকে বিশেষ প্রযুক্তিসম্পন্ন প্রিজন্স ভ্যান কেনার অনুমতি দিয়েছে সরকার। যার পূর্ণ নিয়ন্ত্রণ করবে কারা কর্তৃপক্ষ। বিশেষ প্রযুক্তিসম্পন্ন এই ভ্যানে আনা-নেয়ার মাধ্যমে যাতায়াতের পথে কারাবন্দীর প্রতি সর্বোচ্চ নজরদারি করতে সক্ষম হবে। প্রাথমিকভাবে ২টি অত্যাধুনিক সুবিধাসম্পন্ন প্রিজন্স ভ্যান কেনা হচ্ছে। এর একটিতে ৮ থেকে ১০ বন্দীকে বহন করা সম্ভব হবে অপরটিতে ৪০ জন বন্দীকে বহন করা যাবে। পরীক্ষামূলকভাবে দুটি প্রিজন্স ভ্যানে এ প্রযুক্তি কার্যকর করা সম্ভব হলে সকল ভ্যানেই এটি কার্যকর করা হবে। প্রযুক্তির মাধ্যমে রাস্তায় কোন দুর্ঘটনা হয় কি না, সর্বশেষ আসামিদের ভ্যানটি কোথায় আছে তা জানা, কোন বন্দী মোবাইল ফোনে অবৈধ উপায়ে কথা বলেন কিনা তা পর্যবেক্ষণ করা হবে। আর এসবই কারা মহাপরিদর্শক ও সংশ্লিষ্ট কেন্দ্রীয় কারাগারের সার্ভার রুম থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন