দাসিয়ার ছড়ার মানুষগুলোর যেন নতুন জন্ম হয়েছে

লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৭ অক্টোবর, ২০১৫, ০৫:৪১:০৭ বিকাল



ছিটমহল তৈরীর ইতিহাস অল্প বিস্তর আমাদের সকলের জানা। ১৯৪৭ সালে ব্রিটিশ আইনজীবী দীর্ঘ কালের যোগাযোগ ব্যবস্থা, সমন্বিত অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিকভাবে মাঝ বরাবর দাগ কেটে সীমানা বিরোধের যে বীজ রোপন করেছিলেন তার খেসারত এই অঞ্চলের মানুষকে দীর্ঘকাল দিতে হয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে ছিটমহল সমস্যার শুরু, দ্বিতীয় ঔপনিবেশিক অর্থাৎ পাকিস্তান আমলে সমস্যার সমধান তো হয়নি বরং জটিলতা বৃদ্ধি পায়। সর্বপ্রথম এর সমাধানের পদক্ষেপ নেন বঙ্গবন্ধু। আর পরিপূর্ণভাবে সমস্যার ইতি ঘটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়। বঙ্গবন্ধু পরাধীন জাতিকে মুক্তির মন্ত্রে উজ্জীবিত করে স্বাধীনতার স্বাদ দিয়েছেন। তিনিই প্রথম ছিটমহলবাসীর কষ্ট অনুধাবন করেছেন। বঙ্গবন্ধু যেমন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বাঙালী জাতিকে বিশ্বে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার যোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রীও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশ এগিয়ে যাচ্ছে। ক্ষুধা দারিদ্র্যের অভিশাপ মুক্ত হয়ে মানুষ আজ আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছে। বর্তমান প্রধানমন্ত্রীর কল্যাণে দাসিয়ার ছড়ার মানুষগুলোর যেন নতুন জন্ম হয়েছে। তাই আমাদের কৃতজ্ঞতা বঙ্গবন্ধু কন্যার প্রতি যিনি দাসিয়ার ছড়ার মানুষদের বলতে শিখিয়েছেন ‘আমি বাংলাদেশের মানুষ’।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File