নির্মম নিঃসঙ্গতা........

লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৩ অক্টোবর, ২০১৫, ০৩:১৩:৫২ দুপুর

আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বর্তমানে দেশের সাধারণ মানুষের মনোজগতে এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন। দেশের সাধারণ মানুষেরা এখন ইতিবাচক ভাবনায় উজ্জীবিত, বুঝতে শিখেছে কিসে তাদের কল্যাণ, কে তাদের প্রকৃত সুহৃদ, কাদের মতাদর্শ যুগপযোগী, কাদের নেতৃত্ব আর নির্দেশনায় তারা পেতে পারে সাফল্য – নিশ্চিত হবে টেকসই উন্নয়নের অব্যাহত অগ্রযাত্রা। সামাজিক সচেতনতার কারণেই প্রতিনিয়ত দেশে এখন নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনগুলোর সদস্যদের প্রতি সমাজে ঘৃণা, বিদ্বেষ, নিন্দা, ধিক্কার সৃষ্টির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। এমনকি তাদের মা-বাবা, ভাই, বোন, আত্মীয়স্বজনরা পর্যন্ত তাদের পরিচয় দেয় না লজ্জায়। কোনো অপারেশনে মারা গেলে মর্গ থেকে লাশ নেয়ায় নিকটাত্মীয়দের অনীহার কারণে হয়ে যাচ্ছে বেওয়ারিশ, বেওয়ারিশ লাশ হিসেবেই দাফন হচ্ছে। গত সপ্তাহে চট্টগ্রামে নিহত জামা‘আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সামরিক শাখার প্রধান জাবেদ নিহত হওয়ার পর কেউ তার লাশ না নেয়ায় বেওয়ারিশ লাশ হিসেবেই দাফন হয়েছে। অন্যদিকে সমাজ তাদের ঘৃণাভরে দেখে বলেই স্বজনের স্নেহ-মায়া-ভালবাসাহীন স্বাভাবিক জীবন হারিয়ে তাদের আত্মপরিচয় গোপন করে নির্বান্ধব পরিবেশে চরম অনিশ্চয়তায় পথ চলতে হয়। চরম অবিশ্বাস, নিঃসঙ্গতা আর নানা ভয়-ভীতির সাথে তাদের নিত্য বসবাস। স্বার্থান্বেষি অপশক্তির অপপ্রচার, কুশিক্ষা আর প্ররোচণায় স্বীকার হয়ে ধর্মীয় উন্মাদনায় স্বাভাবিক বোধ-বুদ্ধি হারানো পথভ্রষ্ট এ সকল তরুণের আজ আত্ম-উপলব্ধির সময় এসেছে। নিমর্ম নিঃসঙ্গতায় অস্তিত্ব বিলীন হওয়ার পূর্বেই ফিরে আসতে হবে স্বাভাবিক জীবনের মূলধারায়। আসুন, আমরা সকলে স্নেহ-মায়া-ভালবাসায় সিক্ত করে এ সকল পথভ্রষ্ট তরুণদের ফিরিয়ে আনি জীবনের পথে – সামিল করি অব্যাহত আর্থ সামাজিক অগ্রযাত্রার সুবিশাল কর্মযজ্ঞে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সহমর্মীতায় ভরপুর সহযোগিতার হাত বাড়িয়ে তাদের টেনে আনি ইতিবাচক চেতনায় সমৃদ্ধ জীবনে।

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File