ঈদে যানজট নিরসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে মহাসড়কে থাকছে ১৪টি পর্যবেক্ষণ টাওয়ার

লিখেছেন লিখেছেন মশা০০৭ ৩১ আগস্ট, ২০১৫, ০৩:২২:১৬ দুপুর



আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানজট মোকাবিলায় বিভিন্ন স্থানে ১৪টি পর্যবেক্ষণ টাওয়ার থাকবে। বিভিন্ন মহাসড়কের ১৪টি স্থানে পর্যবেক্ষণ টাওয়ার বসানো হবে, যাতে কোনো এলাকায় যানজট দেখা দিলে দ্রুত নিরসন করা যায়। ঈদে লঞ্চ ও বাসে যাতে অতিরিক্ত যাত্রী পরিবহন না করা হয় সেদিকেও দৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।কোরবানির পশু বেচাকেনায় জাল টাকার লেনদেন ঠেকাতে প্রতিটি পশুরহাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন থাকবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাটে বসানো হবে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। এ ছাড়া ঈদের যে সময়টায় রাজধানী খানিকটা ফাঁকা থাকে, তখন পুলিশি টহল বাড়ানো হবে। পশুরহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কমিউনিটি পুলিশও থাকবে। অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য দূর করতে বিশেষ ব্যবস্থা নেওয়া। কোরবানির পশুর চামড়া যাতে পাচার না হতে পারে সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে। সর্বোপরি দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদুল আজহা পালন করতে পারে সে বিষয়ে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে।

বিষয়: বিবিধ

৭৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File