সন্ত্রাসী অর্থায়ন বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে অর্থ সরবারহ ঠেকাতে মোবাইল ব্যাংকিং ৫ হাজার টাকা লেনদেনকারীর ছবি তুলে রাখবে এজেন্ট
লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৫ আগস্ট, ২০১৫, ০৩:৩৮:৩৮ দুপুর
অপরাধমূলক লেনদেনের ঝুঁকি এড়াতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোনো গ্রাহক ৫ হাজার টাকার বেশি পরিমাণ উত্তোলন বা কাউকে বাহক হিসেবে পাঠালে তাহলে তার ছবি তুলে রাখবেন এজেন্ট। মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন গড়ে ৪৩২ কোটি টাকার মতো লেনদেন হয়। চালু মোবাইল ব্যাংকিংগুলো হলো- ডাচবাংলা মোবাইল ব্যাংকিং, ইউক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, শিওরক্যাশ, ওকেক্যাশ, হ্যালোক্যাশ, স্পটক্যাশ, আইএফআইসি মোবাইল ব্যাংকিং ইত্যাদি। মোবাইল ফোন অপারেটরের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কর্তৃক ইতোমধ্যে সব সিম যথাযথ পুননির্বন্ধন করতে নির্দেশনা প্রদান করেছে সরকার। দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের কার্যক্রম নিরাপদ ও কার্যকর করার লক্ষ্যে এ খাতে ব্যবহৃত সব গ্রাহকের সিম ও সংশ্লিষ্ট গ্রাহকের তথ্যাবলি কেওয়াইসিতে প্রদত্ত তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। মোবাইল ব্যাংকিং হিসাব খোলার আগে আবেদনকারী সিম এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর একই ব্যক্তির কিনা তা যাচাই করা হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সন্ত্রাসী অর্থায়ন, মানবপাচার বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে অর্থ সরবারহ ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার।
বিষয়: বিবিধ
৭২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন