দলীয় হাইকমান্ডের কর্মকান্ডে ক্ষুব্ধ বিএনপির সিনিয়র নেতারা। কৌশলে এড়িয়ে চলেছেন দলীয় প্রধানকে
লিখেছেন লিখেছেন মশা০০৭ ২৯ জুলাই, ২০১৫, ০৪:০১:৪৭ বিকাল
নিয়মিত গুলশান কার্যালয়ে গিয়ে সিনিয়র নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে দলের স্বার্থে প্রয়োজনীয় পরামর্শ দিলেও ইদানিং তারা দলীয় প্রধানকে কৌশলে এড়িয়ে চলছেন। সিনিয়র নেতাদের মতামত না নিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং ৬ জানুয়ারি থেকে টানা ৯২দিন আন্দোলন এবং দল পরিচালনায় লন্ডন প্রবাসী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আর কারও পরামর্শ না নেয়ায় তারা বিদেশে অবস্থান করেও দলীয় কর্মকান্ডে তারেক রহমানের হস্তক্ষেপ মানতে পারছেন না বিএনপির সিনিয়র নেতারা। এই হস্তক্ষেপ বন্ধ না হলে সিনিয়র নেতাদের মধ্যে কেউ কেউ বিএনপির রাজনীতি ছেড়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর কেউ আস্তে আস্তে দলে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে সিনিয়র নেতাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ার আগে বিএনপির সিনিয়র নেতাদের মতামত নেননি দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। অবশ্য লন্ডন প্রবাসী ছেলে তারেক রহমানের মতামত তিনি ঠিকই নেন। এ কারণে নির্বাচনে অংশ নিলে যাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল এমন দলীয় নেতারা খালেদা জিয়ার ওপর ক্ষুব্ধ হন। তাই ওই নির্বাচন প্রতিহত করতে খালেদা জিয়ার পক্ষ থেকে কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের কথা বলা হলেও সিনিয়র নেতারা সহযোগিতা না করায় সে নির্বাচন বানচাল করতে পারেনি বিএনপি। এ কারণে আওয়ামী লীগ সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন করে বিজয়ের ফসল ঘরে তুলতে সক্ষম হয়। বর্তমানে রাজনৈতিকভাবে চরম বেকায়দায় পড়েছে বিএনপি। ক্ষমতা থেকে বিএনপির অনেক দূরে সরে আসায় চরম হতাশায় দলটি। তাই দল কোন পথে চলছে তা বুঝে উঠতে পারছেন না বিএনপির সিনিয়র নেতারাও।
বিষয়: বিবিধ
৬৩৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন