কৃষি উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কর্মসূচী ঘোষণা

লিখেছেন লিখেছেন মশা০০৭ ২৮ জুলাই, ২০১৫, ০৩:১৬:৫৪ দুপুর



কৃষি উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বর্তমান সরকারের বাজেট নীতির সঙ্গে সঙ্গতি রেখে বরাবরের মতো এবারও কৃষি ঋণ নীতিমালা ও কর্মসূচী ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কৃষকদের কাছে আরও সহজে ব্যাংক ঋণ পৌঁছে দেয়াই এবার এই নীতিমালার অন্যতম উদ্দেশ্য। এবার কৃষি বা পল্লী ঋণ বিতরণে গত অর্থবছরের তুলনায় প্রায় ১ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে।২০১৪ সালে ৫৫০ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও ২০১৫ সালের অর্থ বাজেটে পল্লী ঋণ বিতরনের লক্ষ্যমাত্রা ১৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়।এর মধ্যে বেসরকারী ও বিদেশী ব্যাংক গুলোর জন্য ৬ হাজার ৪১০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্য ঠিক করে দেয়া হয়। আর বাকি ৯ হাজার ১৪০ কোটি টাকা ছিল রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য। এর আগের বছর বাজেটে কৃষি বা পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ১৩০ কোটি টাকা। এবারের কৃষি ঋণ নীতিমালা বিগত বছরগুলোর তুলনায় আরও সহজ নির্দেশনা সংবলিত এবং তা কৃষকবান্ধব হবে। আগামী অর্থবছরের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বর্তমান সরকার।আসছে কৃষি নীতিতে অধিকহারে কৃষি ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে দুগ্ধ উৎপাদন ও মাছ চাষের জন্য অধিকহারে ঋণের কথা বলা হবে। এছাড়া ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে প্রযুক্তিগত সুযোগ-সুবিধাকে উৎসাহিত করা হচ্ছে।

বিষয়: বিবিধ

৫৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File