বিএনপির গঠনতন্ত্রে দলীয় প্রধানকে যে- স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী ভূমিকা পালনের ক্ষমতা দেয়া হয়েছে

লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৭ জুলাই, ২০১৫, ০২:৪২:৩৩ দুপুর



সেই জন্মলগ্ন থেকেই দলটিতে যে মিথ্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সূচনা ঘটে, বিএনপি প্রতিষ্ঠা আর পাকিস্তানবাদী রাজনীতি চর্চার ইতিহাস কমবেশি সকলেরই জানা। বিএনপি সেই ধারাটিই অত্যন্ত নিষ্ঠা ও যতের সঙ্গে অনুশীলন করে চলেছে। সুতরাং, জিয়াউর রহমানের রাজনীতি আর খালেদা জিয়ার রাজনীতির মধ্যে এ দুয়ের মধ্যে আসলে কোনই পার্থক্য নেই। মুক্তিযুদ্ধ-বিরোধী রাজনৈতিক দলসমূহের নেতাকর্মীদের বিএনপির ছাতার নিচে একত্রিত করে আমাদের মুক্তিযুদ্ধের বিজয়কে প্রশ্নবিদ্ধ ও নস্যাৎ করার সূচনা ঘটান। দলটি সেই ধারাবাহিকতাই বজায় রেখেছে তার নির্মম হত্যাকাণ্ডর পরও। খালেদা জিয়া যখন জামায়াতকে নিয়ে পেট্রোল বোমায় শত শত নিরীহ মানুষের জীবননাশ ঘটায়, অনেকে মুখে কুলুপ এঁটে বসেছিলেন। সত্য বা ন্যায়ের খাতিরে এই দুষ্কর্মের প্রতিবাদ করেননি। আজ বিএনপির ভগ্নদশা এবং বেগম জিয়ার দুরবস্থা দেখে তারা যেন এক একজন প্রচ- ত্যেজী শার্দুল হয়ে উঠেছেন। সুবিধাবাদের রাজনীতির পরাকাষ্ঠা আর কাকে বলে! বিএনপির গঠনতন্ত্রে দলীয় প্রধানকে যে স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী ভূমিকা পালনের ক্ষমতা দেয়া হয়েছে, সে গঠনতন্ত্রকে গণতান্ত্রিক গঠনতন্ত্রে রূপান্তরের কোন চেষ্টাই এরা নেননি। বরং বরাবরই খালেদা জিয়া ও তাঁর পুত্র অর্বাচীন তারেকের তাঁবেদার করার মধ্যেই রাজনৈতিক সাফল্য খুঁজে ফিরেছেন। এসব তথাকথিত শিক্ষিত লোক মুখে যতই গণতন্ত্র আর বাংলাদেশের স্বাধীনতা কিংবা গণমানুষের পক্ষে কথা বলুন না কেন এরা ‘দোদেল বান্দা কলমা চোরের’ ভূমিকায় অবতীর্ণ। খালেদা জিয়া যখন বলেন, আওয়ামী লীগকে ভারত চালায় তখন পাকিস্তানের আইএসআইর সঙ্গে বিএনপির কি সম্পর্ক তা তারা পরিপূর্ণভাবে জানা সত্ত্বেও সে সত্য জনসমক্ষে মেলে ধরেন না নিছক নিজ নিজ মতলবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। খালেদা জিয়ার সর্বশেষ শাসনকালে বাংলাদেশকে হুজি, লস্করে তৈয়বা, জেএমবি, উলফাসহ বিভিন্ন জঙ্গী সংগঠনের অভয়ারণ্য বানানো হয় তা এসব রাজনীতিকদের জানা ছিল না এ কথা পাগলেও বিশ্বাস করবে না। দশ ট্রাক অবৈধ অস্ত্র ধরা পড়ার পরও এরা নিশ্চুপ। বরং এসব গণবিরোধী ও রাষ্ট্রবিরোধী তৎপরতাকে উস্কে দিতে এরা কেউই ভোলেননি। ব্যক্তিজীবনে ধর্মের অনুশীলন না করলেও হেফাজতি বা জামায়াতিদের ইসলাম রক্ষার নামে পরিচালিত যাবতীয় দুষ্কর্মের সহায়ক ও সমর্থক হিসেবে তাদের পাশে দাঁড়াতে কখনই ভুল করেননি। বিএনপি মুক্তিযুদ্ধের নামে জামায়াতিদের ধর্মব্যবসার মতোই একপ্রকার ব্যবসা করে থাকে।

বিষয়: বিবিধ

৭০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File