ঈদের আগে মহাসড়কে দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা সরকারের
লিখেছেন লিখেছেন মশা০০৭ ১১ জুলাই, ২০১৫, ০৩:৫৫:২৯ দুপুর
মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপ্রান্তে, ঢাকা-কুমিল্লা মহাসড়কে মেঘনা সেতুর উভয়প্রান্তে, কাঁচপুর, নরসিংদী ও মদন মহাসড়কসহ বিভিন্ন জায়গায় মেরামতের কাজ চলছে। ঈদের আগ পর্যন্ত মেরামত কাজ চলবে। মেরামত কাজ ভারি বৃষ্টির জন্য মাঝে মধ্যেই বিঘ্নিত হচ্ছে। তারপরও মেরামত অব্যাহত আছে। এছাড়া মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্থানে এ্যাম্বুলেন্স ও রেকার সর্বক্ষণিক প্রস্তুত রাখা হচ্ছে। রাস্তার পাশে যত্রতত্র যানবাহন থামানো নিষিদ্ধ করা হয়েছে। অধিক সময় যানবাহনকে অপেক্ষা করতে দেয়া হচ্ছে না। আশা করা হচ্ছে, এবার ঈদে মানুষের ভোগান্তি কম হবে। মহাসড়কের নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা ও অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে ২০০৫ সালের ১১ জুন হাইওয়ে পুলিশ বিভাগ চালু হয়। হাইওয়ে পুলিশের হিসেবে সারাদেশে ১১ হাজার ৮০৬ কিলোমিটার মহাসড়ক রয়েছে। বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি)-এর হিসেব মতে, সারাদেশে রেজিস্ট্রেশনকৃত প্রায় ২১ লাখ বিভিন্ন প্রকারের যানবাহন চলাচল করে। যদিও বাস্তবে ২৫ লাখের বেশি যানবাহন যাতায়াত করে। এরমধ্যে মহাসড়কে যাতায়াতকারী যানবাহনের সংখ্যা সবচেয়ে বেশি। যানবাহনের তুলনায় মহাসড়কের পরিমাণ কম। ফলে যানজট ও সড়ক দুর্ঘটনা বেশি হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে হাইওয়ে পুলিশের ২৪টি থানা ও ৪৮টি ফাঁড়ির মধ্যে ২০১১ সালের ১ জানুয়ারি ৫০টি স্থায়ী আউটপোস্ট নির্মাণের কাজ শুরু করে সরকার। আগামী ২০১৬ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে। ইতোমধ্যেই ৩৫টির নির্মাণ কাজ শেষ হয়েছে। মহাসড়কে টহল জোরদার, দুর্ঘটনায় পতিত যানবাহন দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে যানজট কমাতে, মহাসড়কে সংঘটিত দুর্ঘটনা এবং অপরাধ সংক্রান্ত মামলা যাতে হাইওয়ে পুলিশ তদন্ত করতে পারে এজন্যই এমন উদ্যোগ। সরকারের এমন উদ্যোগে দেশবাসী উপকৃত হবে এটাইতো সবার প্রত্যাশা।
বিষয়: বিবিধ
৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন