বেগম জিয়ার গণঅভ্যুত্থান কি সশস্ত্র জঙ্গী-উত্থান? (পর্ব-২)

লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৭ জুলাই, ২০১৫, ০৩:৩৩:১৮ দুপুর

এমনকি তিনি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের উদাহরণ টেনে এনেছেন। বলেছেন, ক্ষমতাসীন সরকারের পরিণতি হবে হীরক রাজার মতো। সিনেমাটির সংলাপও উচ্চারণ করেছেন, ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।’ জনগণ দড়ি ধরে টান দেয়ার জন্য তৈরি হয়ে আছে। বেগম জিয়ার এই জনগণ কারা? জানুয়ারি-মার্চ পর্যন্ত ৯২ দিনে সেই জনগণকে দেশবাসী দেখেছে পেট্রোলবোমা দিয়ে বাসে অগ্নিসংযোগ করতে, রাস্তাঘাট এবং গাছপালা কেটে ফেলতে। এমনকি সরকারী স্থাপনায়ও অগ্নিসংযোগ করতে। চোরাগোপ্তা হামলা চালানো সেই জনগণ যে প্রস্তুত হচ্ছে, তা তো স্পষ্ট হচ্ছে, যখন আল কায়েদা আইএসের প্রধানসহ ১২ জঙ্গীকে আটকের মাধ্যমে। হরতাল-অবরোধ নামক নাশকতা কর্মসূচী দিয়েও যখন বেগম জিয়ার লক্ষ্য হাসিল হয়নি, তখন তিনি নয়া নাশকতার পথ ধরবেন, এটাই স্বাভাবিক। আর এই জঙ্গীদের একক নেত্রী যে তিনি, এটা নতুন করে আর বলার প্রয়োজন হয় না। জঙ্গীরা বর্তমান সরকারের বিরুদ্ধে যেসব সশস্ত্র তৎপরতা চালিয়েছে, তা বিএনপি-জামায়াত নামক জোটের স্বার্থরক্ষার জন্যই। ২০ দলীয় জোটে এমন সংগঠনও রয়েছে যাদের সঙ্গে জঙ্গীদের সংযোগ রয়েছে। যে জন্য বেগম জিয়া তাদের শক্তিতে বলীয়ান হয়ে এখনও হুমকি-ধমকি দিয়ে আসছেন। তার এই হুমকি থেকে পুলিশ বাহিনীও রক্ষা পায়নি। তিনি তাদের সরকারের আনুগত্য পরিহার করার আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে ভবিষ্যতে বিরাট সমস্যা হয়ে দেখা দেবে। বেগম জিয়ার জঙ্গীদের হামলার টার্গেটও পুলিশ বাহিনী, জঙ্গীদের হামলায় পুলিশের অনেক সদস্য হতাহত হয়েছেন। তাদের ওপর নারকীয় হামলা চালানো হবে আবার এমন ইঙ্গিতই মেলে বেগম জিয়ার ভাষণে।

(চলবে............।।)

বিষয়: বিবিধ

৫৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File