জ্ঞান, প্রজ্ঞা ও জ্ঞানালোক সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মহান ব্রত নিয়ে ৯৫ বছরে পা রাখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়
লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৩ জুলাই, ২০১৫, ০২:৫৫:৫০ দুপুর
বঙ্গভঙ্গ রদের ‘ক্ষতিপূরণ’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ‘শিক্ষাই আলো’ এমন স্লোগান নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টি এ দেশকে শুধু শিক্ষায় নয় স্বাধীনতা ও মুক্তির আলোতেও আলোকিত করেছে। স্বাধীন বাংলাদেশের একপ্রকার পথনির্দেশক ও অভিভাবকের জায়গাও অর্জন করেছে দেশের উচ্চশিক্ষার সবচেয়ে প্রাচীন শিক্ষায়তনটি। কালের পরীক্ষায় উত্তীর্ণ প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় গত বুধবার ৯৫ বছরে পা রাখেছে। ‘উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়ন’ স্লোগানকে প্রতিপাদ্য করে ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। শুরুর সময় থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় পরিবার সংখ্যায় ও কলেবরে বৃদ্ধি পেয়েছে বহুগুণ। ১৯২১ সালের ১ জুলাই তিনটি অনুষদ ও ১২টি বিভাগে ৮৭৭ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৩৭ হাজার ৬৪ জন। অনুষদ সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে, চালু রয়েছে ৮০টি বিভাগ। এছাড়া রয়েছে ১১টি ইনস্টিটিউট, ৫২টি গবেষণা ও ব্যুরো কেন্দ্র। প্রতিষ্ঠাকালে শিক্ষক ছিলেন মাত্র ৬০ জন, এখন শিক্ষক সংখ্যা ১ হাজার ৯২৬। সূচনাকালে আবাসিক হল তিনটি থাকলেও এখন এর সংখ্যা ১৯টি আর হোস্টেল ৪টি। জ্ঞান, প্রজ্ঞা ও জ্ঞানালোক সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মহান ব্রত নিয়ে শতকের পথে এগিয়ে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশ ও জাতির প্রয়োজনে সবসময়ে পরিবর্তিত জীবনাদর্শ, বাস্তবতা, উদ্ভাবন ও বিবর্তন বিশ্লেষণ করে জাতিকে দিক-নির্দেশনা দেয় এই বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীরা। এখানে জ্ঞান-বিজ্ঞান চর্চার অবারিত সুযোগ, মেধাচর্চার আন্তর্জাতিক পরিমণ্ডল তৈরিতে সবসময় আপন দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে উদারনৈতিক উচ্চশিক্ষায় শিক্ষিত নতুন প্রজন্ম উপহার দিতে সদাসচেষ্ট।
বিষয়: বিবিধ
৬৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন