পণ্যের গুনগতমাণ নিশ্চিত ও সমন্বিত উদ্যোগের ফলে ইউরোপে শীঘ্রই পানপাতা ও কাঁকরোল রপ্তানী শুরু হতে যাচ্ছে

লিখেছেন লিখেছেন মশা০০৭ ২৫ জুন, ২০১৫, ০৩:২৪:২৩ দুপুর



বাংলাদেশ থেকে শীঘ্রই ইউরোপে পানপাতা ও কাঁকরোল রপ্তানি শুরু হতে যাচ্ছে। তবে এ জন্য পণ্যের মান নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে। পানপাতা ও কাঁকরোল রপ্তানির বাধা দূর করতে হলে পণ্যটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া মুক্ত ও গুণগতমান উন্নত করতে হবে। শুধু তাই নয়, রপ্তানি পণ্য বহুমুখীকরণে কৃষিজাত পণ্যের গুরুত্ব দিন দিন বাড়ছে। ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে শাক-সবজি ও ফলমূল রপ্তানি হচ্ছে। এ লক্ষ্যে সরকার ও বেসরকারী খাতের উদ্যোগে এখন পণ্যমান বাড়াতে একযোগে কাজ করা হচ্ছে। কৃষিজাত পণ্যের মান উন্নয়নে সংশ্লিষ্ট খাতের শ্রমিকদের অভিজ্ঞতা ও দক্ষতাই যথেষ্ট নয়। ভাল ফসল উৎপাদনে মাটি ও এর উপাদানগুলোর গুণাগুণের যথেষ্ট ভূমিকা রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করতে পারলে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যেরও সুরক্ষা হবে। কৃষি পণ্যের বিপণনে গুণগত মান উন্নয়ন প্রয়োজন। তবে ছোট উদ্যোক্তাদের জন্য বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বড় উদ্যোক্তাদের অভিজ্ঞ ও দক্ষ জনশক্তি রয়েছে। তবে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে না পারলে এ বিষয়টিও যথেষ্ট নয়। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে শীঘ্রই পানপাতা ও কাঁকরোল রপ্তানি শুরু হবে। কৃষিজাত পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই রপ্তানির ফলে দেশ অর্জন করবে প্রচুর বৈদেশিক মুদ্রা যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File