যাত্রীসেবার উন্নয়নের পাশাপাশি পণ্য পরিবহনের জন্য রেলে যুক্ত হচ্ছে ১০০ লোকোমোটিভ
লিখেছেন লিখেছেন মশা০০৭ ২৯ মে, ২০১৫, ০৫:৪৭:৫৬ বিকাল
বাংলাদেশ রেলওয়ে (বিআর) যাত্রীসেবার উন্নয়নের পাশাপাশি পণ্য পরিবহনের জন্য আরো ১০০টি মিটার গেজ (এমজি) ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ যুক্ত করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তাছাড়া সরকার ইতোমধ্যেই ৪৬টি ব্রড গেজ (বিজি) এবং মিটার গেজ লোকোমোটিভ যুক্ত করেছে এবং এগুলো যাত্রীসেবায় যুক্ত করা হয়েছে। এতে রেলওয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার হয়েছে। যাত্রীসেবার মান উন্নয়নে এবং সাশ্রয়ী ভাড়ায় সাধারণ মানুষের সেবা দিতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। রেল সেবা উন্নয়নে লোকোমোটিভ ওয়াগন, কোচ সংগ্রহ, নতুন ব্রিজ নির্মাণ এবং রেল ট্রাক সম্প্রসারণ এবং বিভিন্ন রুটে ডাবল লাইন নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ৪৫ হাজার ৪২৩ দশমিক ৩১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এবং বর্তমান সরকার সিগনালিং সিস্টেমস ক্ষতিগ্রস্ত ট্রাক সংস্কার এবং নেটওয়ার্ক সম্প্রসারণে ৪৫টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে। তাছাড়া বর্তমান সরকারের ২০ এমজি এবং ২৬ বিজি লোকোমোটিভ রেলওয়ে বহরে যুক্ত হয়েছে এবং বিআর ৪৫টি ট্রেন সেবা চালু করেছে এবং ২০টি ট্রেন রুটে সম্প্রসারণ করেছে। বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে এবং দেশব্যাপী রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের সরকারের বিভিন্ন পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবীদার।
বিষয়: বিবিধ
৮৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন