অবশেষে জ্ঞান ফিরেছে খালেদা জিয়ার, ত্যাগ করতে যাচ্ছেন জামায়াতে ইসলামকে

লিখেছেন লিখেছেন মশা০০৭ ২১ মে, ২০১৫, ০৩:২৩:৪১ দুপুর





বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জামায়াতকে ছেড়েই রাজনীতিতে নতুন করে মধ্যপন্থি নীতি নিয়ে হাঁটবেন, রাজনীতির অন্দরমহল থেকে এই তথ্য বেরিয়ে আসছে। রাজনৈতিক জীবনে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি এখন আন্দোলনের নামে সাধারণ মানুষ হত্যাকারী বিএনপি নেত্রী খালেদা জিয়া। জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিএনপি নেতৃত্ব এতদিন পশ্চিমাদের ওপর নির্ভরশীল থাকলেও হাইকমান্ডের এখন মোহভঙ্গ হতে শুরু করেছে। ২০০১ সালের নির্বাচনে জামায়াতকে নিয়ে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে ক্ষমতায় আসা বিএনপি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দলটি তাদের জন্য বোঝাই নয়, রীতিমতো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। জামায়াতের সহিংস রাজনীতি ও যুদ্ধাপরাধের মতো গুরুতর অভিযোগের বোঝা বহন করা আর উচিত কিনা তা বিএনপির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে বিচার বিশ্লেষণ করেছেন। আন্তর্জাতিক চাপ ও দেশের মানুষের মনোভাব বিবেচনায় নিয়ে জামায়াতকে ছাড়ার নীতিগত সিদ্ধান্তও নিয়েছে বিএনপি। সিদ্ধান্ত অনুযায়ী খুব শীঘ্রই জামায়াতকে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে জনবিচ্ছিন্ন এই দলটি। ইউরোপীয় ইউনিয়নের পর মার্কিন যুক্তরাষ্ট্রও জামায়াতের ব্যাপারে নেতিবাচক অবস্থান নিয়েছে। বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত বিএনপি জামায়াত শাসনামলের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দেয়ায় নিজের নিরাপত্তা নিয়ে আগেই শঙ্কিত ছিল। ওয়ান ইলেভেনের বিপর্যয় থেকে অসাম্প্রদায়িক রাজনীতির ট্রাম্পকার্ড নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচনী অঙ্গীকার পূরণে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলেও বিএনপি জামায়াতকে ছাড়েনি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে দেশজুড়ে সংঘটিত সহিংস হরতাল-অবরোধের কর্মসূচি বিএনপি জামায়াতকে এক পাল্লায় তুলে দিলেও সে আন্দোলন ভোট রুখতে পারেনি। সংবিধানিক ভাবে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ দ্রুতই পশ্চিমাদের চাপে নির্বাচন দেবে বাধ্য হবে মনে করে বিএনপির যে নেতৃত্ব তৃপ্তির ঢেঁকুর তুলেছিল তাদের মোহ ভঙ্গ হয়েছে। পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সরকার কূটনৈতিক সম্পর্ক টানাপড়েনের ভেতর থেকে বেরিয়ে উষ্ণ করে ফেলেছে। সর্বশেষ বিএনপির তিন মাসের টানা অবরোধ-হরতালে জামায়াতকে তো পাশে পায়ইনি উল্টো নিজেদের নেতাকর্মীরা মামলার জালে আটকা পড়ে হয় কারাবন্দি না হয় ফেরারি হয়েছে। বিএনপির শুভাকাঙ্ক্ষীরাও মনে করেন জামায়াতকে ছেড়ে ডান নয়, বাম নয়, মধ্যপন্থি সোজা পথ নিয়েই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতির রণকৌশল নতুন করে সাজাতে হবে। বিগত আন্দোলনের অর্জন শূন্যের কোঠায় নয়, পেট্রলবোমার সহিংস রাজনীতি আন্তর্জাতিক দুনিয়ায় বিএনপিকে সন্ত্রাসবাদী রাজনীতির কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছে এদেশের মানুষ। তাই জামায়াতকে ছেড়ে সোজা পথে ফিরে এসে রাজনীতি করা ছাড়া বিএনপির সামনে বিকল্প কোন পথ খোলা নেই।

বিষয়: বিবিধ

৭১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File