বাংলাদেশের আইটিকে স্বীকৃতি- ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের

লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৩ মে, ২০১৫, ০৭:২৬:৪১ সন্ধ্যা



ফেসবুকের উদ্যোগে ইন্টারনেট ডট অর্গ বাংলাদেশে চালু হয়েছে। এ জন্য ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ শুভেচ্ছা জানিয়ে গতকাল নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসের সঙ্গে জাকারবার্গ বাংলাদেশি সাংবাদিক জয়িতার একটি ছবিও দিয়েছেন। স্ট্যাটাসে জাকারবার্গ লিখেছেন, ‘বাংলাদেশে রবি নেটওয়ার্কে তিনি ইন্টারনেট ডট অর্গ চালু করেন। তিনি দেশে ইন্টারনেট ব্যবহারের প্রসার ঘটাতে ইন্টারনেট ডট অর্গ প্রকল্প বাংলাদেশে চালু করতে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করেন। এটি পৃথিবীকে একসুতোয় বাঁধতে আরেক ধাপ সামনে এগিয়ে যাওয়ার মাধ্যম। মূলত ইন্টারনেটকে কম খরচের মধ্যে আনা, অল্প ডেটা ব্যবহার করে ওয়েবসাইট, নতুন ও সময়োপযোগী ব্যবসায়িক মডেলের মাধ্যমে নতুন দেশে ইন্টারনেট নিয়ে যাওয়া, নতুন সব অ্যাপ ও স্মার্টফোনের বিকাশ আরও সহজলভ্য করতেই ইন্টারনেটভিত্তিক এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে, ইন্টারনেট সংযোগ পাওয়া প্রতি ১০ জনের অন্তত একজন দারিদ্র্যসীমার ওপরে উঠেছে। এর কারণ, ইন্টারনেট নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক তথ্য এবং যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম দিচ্ছে। বাংলাদেশে এক কোটিসহ সারা বিশ্বের কোটি কোটি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ করে দিয়াছে এই ইন্টারনেট। মূলত ইন্টারনেটকে কম খরচের মধ্যে আনা, অল্প ডেটা ব্যবহার করে ওয়েবসাইট, নতুন ও সময়োপযোগী ব্যবসায়িক মডেলের মাধ্যমে নতুন দেশে ইন্টারনেট নিয়ে যাওয়া, নতুন সব অ্যাপ ও স্মার্টফোনের বিকাশ আরও সহজলভ্য করতেই ইন্টারনেটভিত্তিক এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই সবকিছুই সম্ভব হয়েছে বর্তমান সরকারের সময়োপযোগী সহযোগিতায়। আর এ সাফল্যকে স্বীকৃতি দিয়েছ স্বয়ং বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমের সহ প্রতিষ্ঠাতা জাকারবার্গ।

বিষয়: বিবিধ

৬৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File