রাজনৈতিক মহাসঙ্কটে ২০ দলীয় জোট। কিনারা খুঁজে পাচ্ছে না হাইকমান্ড

লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৯ মে, ২০১৫, ০৮:২৯:১১ রাত

নানামুখী সমস্যায় জর্জরিত হয়ে ২০ দলীয় জোট এখন চরম দুঃসময় অতিক্রম করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দল প্রতিষ্ঠার পর বিএনপি এমন মহাসঙ্কটে আর কখনও পড়েনি। তাই চলমান সঙ্কট উত্তরণে হিমশিম খাচ্ছে দলের হাইকমান্ড। মূলত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর থেকেই সঙ্কটের মুখে পড়ে বিএনপি। এরপর চেয়ারপার্সন খালেদা জিয়াসহ প্রভাবশালী নেতারা মামলায় জড়িয়ে পড়া, এ বছর ৬ জানুয়ারি থেকে টানা ৩ মাসের নেতিবাচক আন্দোলন, সদ্যসমাপ্ত ৩ সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন ও নানামুখী চেষ্টা করেও সরকারকে বেকায়দায় ফেলতে না পারা ও দলের সাংগঠনিক দুরবস্থার কারণে এখন মহাসঙ্কটে পড়েছে। এই সঙ্কট উত্তোরণের পথ খুঁজে পাচ্ছে না দলটি। এ কারণে দলের সর্বস্তরের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ছেন। আর এ হতাশা কাটিয়ে উঠতে দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে কোন পদক্ষেপও নেয়া হচ্ছে না। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া গ্রেফতার এড়াতে দেশে-বিদেশে নানামুখী তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে। সেই সঙ্গে দলের অন্য সিনিয়র নেতাদেরও কিভাবে মামলা থেকে রক্ষা করা যায় সে চেষ্টা চালাচ্ছেন। তবে বিএনপির কোন কোন সিনিয়র নেতা মামলার ঝমেলা এড়াতে আগে থেকেই গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। ২০১৩ সালের শেষ দিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী লাগাতার আন্দোলন কর্মসূচী চালিয়েও সফল হতে পারেনি বিএনপি। আন্দোলনে ব্যর্থ হওয়ার পর দাবি আদায়ে ব্যাপক কূটনীতিক তৎপরতা চালায় বিএনপি। এতেও সফল না হওয়ায় বিএনপি জোট নির্বাচন বর্জন করে। পেট্রোলবোমার আঘাতে শতাধিক মানুষ মারা যাওয়া এবং আরও শতাধিক মানুষ আগুনে দ্বগ্ধ হয়ে মৃত্যুমুখে পতিত হওয়ার মতো নেতিবাচক দিকগুলো এখনও দেশের সাধারণ মানুষ ভুলতে পারেনি। বর্তমান সরকারের তৎপরতায় ভারতের মোদী সরকার সংসদে স্থল সীমান্ত বিল পাস করায় ছিটমহলবাসীদের ৪০ বছরের সমস্যা সমাধানের পথ উন্মুক্ত হওয়ায় সারাদেশের মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিএনপি ৫ বার ক্ষমতায় গিয়েও এ সমস্যার সমাধান করতে পারেনি। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে থাকা সরকার ঠিকই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে এ সমস্যার সমাধান করতে পারায় রাজনৈতিকভাবে বর্তমান সরকার আগের চেয়ে আরও শক্ত অবস্থানে চলে এসেছে মনে করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে হতাশা আরও বেড়ে গেছে।

বিষয়: বিবিধ

৫১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File