ভোট আপনার কাছে রক্ষিত-দেশের আমানত

লিখেছেন লিখেছেন মশা০০৭ ২১ এপ্রিল, ২০১৫, ০৩:৫৪:৫৯ দুপুর





‘‘ আমার ভোট আমি দেব

যাকে খুশী তাকে দেব ”

অবশ্যই আপনার ভোট আপনি দিবেন। কিন্তু এই যে ভোট আপনার অধিকার। সে অধিকার আপনাকে দিয়েছে দেশ। আর তাই দেশের হয়ে আপনাকেই এই দেশের স্বার্থে রক্ষা করতে হবে। আপনি আপনার এই আমানতের মাধ্যমে এমন কাউকে ভোট দিবেন না যাতে দেশের স্বার্থ ক্ষুন্ন্য হয়, দেশ ক্ষতিগ্রস্থ হয়। আপনার একটা ভোটই অনেক মূল্যবান আর এই একটা ভোটই নির্ধারণ করতে পারে জয়–পরাজয়। তাই একটু চিন্তা করুন আপনি কাকে ভোট দিবেন যারা জ্বালাও-পোরাও করেছে, অগ্রীদগ্ধ করেছে আপনারই মা-বাবা, ভাই-বোনকে জ্বালাও-পোরাও করে মারেছে তাদেরকে কোন ভাবেই ভোট দিবেন না। যারা বিপদে আপনাকে সাহায্য করে, যারা বিপদে আপনাকে রক্ষা করেছে, আপনার সাহায্যের জন্য এগিয়ে, পার্শ্বে দাঁড়িয়েছে তাদেরকে–আপনারই ঠিক করতে হবে, আপনি কি করবেন? দেশ আজ দুই ভাগে বিভক্ত একদিকে পরাজিত শক্তি ও তাদের দোষর আল-বদর রাজকার অন্যদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সুতারাং খুব ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখাতে হবে এ ভোট নির্ধারণ হবে জাতীয় নির্বাচনের প্রতিচ্ছবি। এখান থেকে বের হয়ে আসবে অনেক হিসাব-নিকাশ, শুরু হবে রাজনীতির একটি নতুন মেরুকরন নতুন দিক নির্দেশনা। তাই আপনার সিধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কোন চা, পান, সিগারেট না, টাকা-পয়সা, এই হিসাব হবে একটা দেশের ভবিষৎ প্রজন্মের বেঁচে থাকার এবং বুকে আশার-আলো দেখার হিসাব। আর তাই আপনার এ হিসাবটা খু্বই গুরুত্বপূর্ণ। খুব ভেবে চিন্তে হিসাবটা করুন-পরাজিত শক্তি যেন কোন ফাঁকের মধ্যে দিয়ে বের হয়ে আসতে না পারে। তাহলে যে দেশের অগ্রগতিতে তারা বাধা হয়ে দাঁড়াবে এবং থমকে যাবে দেশের উন্নয়ন। ক্ষতিগ্রস্থ হবে সাধারণ মানুষ। তাই আবারো বলছি, আপনার ভোটের অধিকার দেশের আমানতের কথা খুব ভাল করে ভাবুন তা না হলে "আমানতের খেয়ানৎ হয়ে যাবে দেশ ক্ষতিগ্রস্থ হবে।”

বিষয়: বিবিধ

৬৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File