বিশুদ্ধ পানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে রাজধানীতে নতুন আরও ৪০টি গভীর নলকূপ স্থাপনের সিদ্ধান্ত সরকারের

লিখেছেন লিখেছেন মশা০০৭ ০২ এপ্রিল, ২০১৫, ০৩:৩১:১০ দুপুর



রাজধানীর বিশুদ্ধ পানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে নতুন আরও ৪০টি গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। ফলে ঢাকা মহানগরীতে ঢাকা ওয়াসার বর্তমান পানি সরবরাহ ব্যবস্থা অটুট রাখতে ভূ-পৃষ্ঠের পানি সরবাহের যে সব প্রকল্প হাতে নেয়া হয়েছে সেগুলো শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময়ে ভূ-গর্ভস্থ ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ঢাকা মহানগরীতে বর্তমানে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ বসবাস করে এবং পানির চাহিদা প্রতিদিন ২৪০ কোটি লিটার। প্রতি ৫ শতাংশ হারে মানুষ বাড়ছে এবং ২০২০ সাল নাগাদ এ শহরের জনসংখ্যা ১ কোটি ৮০ লাখে পৌঁছাবে। জনগণের জীবনযাত্রার মান বেড়ে যাওয়ায় পানির ব্যবহার বাড়ছে। ২০২০ সাল নাগাদ ঢাকা ও নারায়ণগঞ্জ শহরে প্রতিদিন পানির চাহিদা হবে ৩০০ কোটি লিটার। ঢাকা মেট্রোপলিটন সিটি, নারায়ণগঞ্জ সিটি এবং পার্শ্ববর্তী এলাকায় ঢাকা ওয়াসা পানি সরবরাহ করে থাকে। প্রতিদিন ২৪০ কোটি লিটার পানি উৎপাদিত হয়, যার ৮০ শতাংশই আসে ভূ-গর্ভস্থ থেকে। ৬৭০টি গভীর নলকূপের মাধ্যমে ভূ-গর্ভস্থ এ পানি উত্তোলন করা হয়। অবশিষ্ট ২০ শতাংশ পানি আসে ভূউপরিস্থ উৎস থেকে এবং ৫টি শোধনাগারের মাধ্যমে এ পানি শোধন করা হচ্ছে। ঢাকা ওয়াসার গভীর নলকূপের পানির নির্ভরতা কমানোর জন্য ইতোমধ্যেই তিনটি বড় ধরনের পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এ সব শোধনাগার থেকে প্রতিদিন ১৪০ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। বাস্তবায়িতব্য পানি শোধনাগারসমূহ সমাপ্ত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ঢাকা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য জরুরী ভিত্তিতে গভীর নলকূপভিত্তিক প্রকল্প হাতে নেয়া প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত প্রকল্পটি গ্রহণ করা হচ্ছে। প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে রাজধানী বাসীর বিশুদ্ধ পানি সরবরাহের যে সমস্যা তা অনেকাংশে হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়: বিবিধ

৮৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312518
০২ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩০
আবু জারীর লিখেছেন : খুশির খবর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File