ব্যবসা-বাণিজ্যের সুযোগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, শ্রমবাজার প্রসারের লক্ষ্যে ডেনমার্ক ও পোল্যান্ডে দ্রুত মিশন চালুর সিদ্ধান্ত সরকারের
লিখেছেন লিখেছেন মশা০০৭ ২১ মার্চ, ২০১৫, ০৪:০৩:৪৯ বিকাল
জাতীয় স্বার্থ রক্ষা, ব্যবসা-বাণিজ্যের সুযোগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, শ্রমবাজার প্রসারের লক্ষ্যে বিদেশে বাংলাদেশ মিশন বাড়ছে। অতিসত্বর বিদেশে বাংলাদেশের দুটি নতুন মিশন চালু হচ্ছে। আগামী বছর আরও দুটি মিশন চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া গত ৫ বছরে ১১ টি নতুন মিশন চালু হয়েছে। চারদলীয় জোট সরকারের আমলে বিদেশে বেশ কয়েকটি মিশন বন্ধ করে দেয়া হয়। তবে ২০০৯ সালে মহাজোট সরকারে আসার পরে পুনরায় মিশনগুলো চালুর সিদ্ধান্ত নেয়। এছাড়া নতুন নতুন মিশন চালুর পরিকল্পনাও গ্রহণ করে। সে লক্ষ্যে গত ৫ বছর বিভিন্ন দেশে ১১ মিশন চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় ডেনমার্ক ও পোল্যান্ডে দূতাবাস খোলার জন্য ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিগ্রই এই দুই দেশে নতুন দূতাবাস চালু হবে। আগামী বছর সুদান ও সিয়েরালিওনে দূতাবাস খোলার পরিকল্পনা রয়েছে সরকারের। ইউরোপের দুটি দেশের দূতাবাসে নিয়োগের জন্য দুই রাষ্ট্রদূত, দুই প্রথম সচিব ও দুই সহকারী কনস্যুলার ইতোমধ্যেই নিয়োগ দেয়া হয়েছে। ইউরোপের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডেনমার্ক ও পোল্যান্ডে দূতাবাস খোলার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী মে মাসের মধ্যেই এই দুই দূতাবাসের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। সরকারের এ সিদ্ধান্তের ফলে দেশ অর্থনৈতিক দিক দিয়ে আরও সমৃদ্ধশালী হবে বলে আশা করা হচ্ছে।
বিষয়: বিবিধ
৬৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন